ডিগ্রি শেষ, তবুও ছাত্রনেতা! শিক্ষার্থীদের ক্ষোভে সরগরম হাতেম আলী কলেজ

বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: শাদ। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট শিট অনুযায়ী তিনি ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (৩য় বর্ষ) পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফলাফলপত্রে দেখা যায়,
-
শিক্ষার্থীর নাম: মো: শাদ
-
রোল: 2213368
-
রেজিস্ট্রেশন নং: 19102024245
-
সেশন: 2019–20
-
কোর্স: বি.এস.এস
-
৩য় বর্ষ GPA: 2.43
এ থেকে স্পষ্ট, তিনি ইতোমধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশিত শিক্ষার্থী। অর্থাৎ বর্তমানে তার ছাত্রত্ব নেই।
এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, কলেজে নিয়মিত ভর্তি না থেকেও ছাত্রসংগঠনের শীর্ষ পদে প্রার্থী হওয়া অনৈতিক ও অগ্রহণযোগ্য। এতে প্রকৃত ছাত্ররা বঞ্চিত হচ্ছে।
শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে কলেজ প্রশাসন ও অরাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দাবি করেছেন, সঠিক তদন্ত করে এমন প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট না হয়।