ভাইরাল টিকটকার মাহি এবার থানায়!


নিজস্ব প্রতিবেদক
নগরীর পোর্ট রোড এলাকার একটি হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে হোটেল রোদেলায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার একটি টিম হোটেলটিতে অভিযান চালায়। এ সময় টিকটকার মাহিয়া মাহিকে আটক করা হয়। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে পুলিশ তা জানায়নি।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। টিকটক ও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকা মাহি আটক হওয়ার খবরে তরুণ সমাজে ব্যাপক সাড়া পড়ে।