শিরোনাম
খুলনায় কিল-ঘুষিতে নারীকে হত্যাশহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজনারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহকারী ইভনকে কুপিয়ে হত্যাছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবলড, অভিযোগ শিবিরেরওগাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ‘পাকিস্তান ম্যাচ বয়কট করলে ভারতকে শাস্তি দিত আইসিসি’১৫ বছরে অর্থনীতি ও রাজনীতিকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: মির্জা ফখরুলযুক্তরাষ্ট্রে ১৮ লাখ ডলারে লবিং ফার্ম নিয়োগ করল ভারতজন্মদিনে ডিজিটাল আর্কাইভ চালু করলেন সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এই অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। পরে পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের ওই কারখানার প্রায় ৮০০ শ্রমিক গত জুলাই ও আগস্ট মাসের বেতন পাননি। শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন চাইলে কারখানা কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট তারিখ না দিয়ে টালবাহানা করে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা সকাল ৮টায় কলম্বিয়া মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে আসে। প্রথমে তারা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারী শ্রমিকেরা জানান, বেতন না পাওয়ায় তাঁদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিপেটা করে এবং এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

গাজীপুর শিল্প পুলিশের বাসন অঞ্চলের পরিদর্শক ফারুকুল আলম বলেন, মালিকপক্ষ বেতন পরিশোধ না করে গত ২৮ আগস্ট থেকে বিভিন্ন ধাপে কারখানা বন্ধ রেখেছে। এর ফলে শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়। শ্রমিকদের আন্দোলনের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button