শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশালে পুলিশ এএসআইয়ের বিলাসবহুল বাড়ি, এলাকাবাসী অবাক

বরিশালে পুলিশ এএসআইয়ের বিলাসবহুল বাড়ি, এলাকাবাসী অবাক

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের বাসিন্দা, বাংলাদেশ পুলিশের এএসআই কামরুল (তারেক গাজী) এলাকায় এক বিলাসবহুল বাড়ির জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তিনি কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে পরবর্তীতে এএসআই পদে উন্নীত হন এবং বর্তমানে ঢাকায় কর্মরত আছেন।

এএসআই কামরুলের অঢেল সম্পদের মালিক হওয়ার পেছনে কি রহস্য রয়েছে, তা নিয়ে এলাকাবাসী অবাক। জানা গেছে, তিনি নগরীর কাশিপুরের সুরভি পেট্রোল পাম্প সংলগ্ন শাহ পরান সড়কে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে একটি ৫তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির উপরে একটি ডিজিটাল সাইনবোর্ডে তার স্ত্রীর নাম ইভার উল্লেখ করা হয়েছে, যা ২৪ ঘণ্টা প্রদর্শিত হয়।

এছাড়াও, এএসআই কামরুলের নামে আরও বেশ কিছু সম্পদ রয়েছে, তবে এগুলোর মধ্যে কিছু নাম-বেনামি সম্পত্তি রয়েছে বলে শোনা যাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তার এমন অল্প সময়ে বিপুল সম্পদ অর্জন নিয়ে এলাকাবাসী বিস্মিত।

এ বিষয়ে জানতে চাইলে প্রথমে কামরুল অভিযোগের বিষয়ে কিছু বলতে চাননি, তবে পরে তিনি বলেন, তার সম্পদের কাগজপত্র বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকিরের কাছে রয়েছে এবং তিনি সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে তথ্য নিতে পরামর্শ দেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button