শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

বরিশালে পুলিশ এএসআইয়ের বিলাসবহুল বাড়ি, এলাকাবাসী অবাক

বরিশালে পুলিশ এএসআইয়ের বিলাসবহুল বাড়ি, এলাকাবাসী অবাক

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের বাসিন্দা, বাংলাদেশ পুলিশের এএসআই কামরুল (তারেক গাজী) এলাকায় এক বিলাসবহুল বাড়ির জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তিনি কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে পরবর্তীতে এএসআই পদে উন্নীত হন এবং বর্তমানে ঢাকায় কর্মরত আছেন।

এএসআই কামরুলের অঢেল সম্পদের মালিক হওয়ার পেছনে কি রহস্য রয়েছে, তা নিয়ে এলাকাবাসী অবাক। জানা গেছে, তিনি নগরীর কাশিপুরের সুরভি পেট্রোল পাম্প সংলগ্ন শাহ পরান সড়কে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে একটি ৫তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির উপরে একটি ডিজিটাল সাইনবোর্ডে তার স্ত্রীর নাম ইভার উল্লেখ করা হয়েছে, যা ২৪ ঘণ্টা প্রদর্শিত হয়।

এছাড়াও, এএসআই কামরুলের নামে আরও বেশ কিছু সম্পদ রয়েছে, তবে এগুলোর মধ্যে কিছু নাম-বেনামি সম্পত্তি রয়েছে বলে শোনা যাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তার এমন অল্প সময়ে বিপুল সম্পদ অর্জন নিয়ে এলাকাবাসী বিস্মিত।

এ বিষয়ে জানতে চাইলে প্রথমে কামরুল অভিযোগের বিষয়ে কিছু বলতে চাননি, তবে পরে তিনি বলেন, তার সম্পদের কাগজপত্র বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকিরের কাছে রয়েছে এবং তিনি সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে তথ্য নিতে পরামর্শ দেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button