যুবলীগ নেতা পন্ডিত রাজিবকে কুপিয়ে জখম


পূর্ব শত্রুতার জেরে গোরস্থান রোড কাশেমা বাদ খানকার সামনে যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজিব (পন্ডিত রাজিব) সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
রাজিবের স্ত্রী জানান, জ্ঞান থাকা অবস্থায় তিনি জানিয়েছেন যে অক্সফোর্ড মিশন রোডের টেইলার্স বাচ্চু এবং আরও একজন সন্ত্রাসী বগা দাও দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতে, পায়ে এবং বুকে ধারালো অস্ত্রের অন্তত ১২টি আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় রাজিবকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।