বরিশালের চালের বাজারে মূল্যতালিকা ও ভাউচারের অসঙ্গতি
ভোক্তা অধিকার অভিযানে সতর্কতা


বরিশালের চালের আড়তগুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার (৮ জানুয়ারি) অভিযান চালিয়েছে। নগরীর ফরিয়াপট্টি এলাকায় চালের আড়তগুলোতে চালের মূল্যতালিকা ও ভাউচারের মধ্যে অসঙ্গতি ধরা পড়েছে।
অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, চালের মূল্যবৃদ্ধির খবরের পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়। বেশ কিছু আড়তে দেখা যায়, প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রির ভাউচারের মিল নেই। এ বিষয়ে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং তাদের সঙ্গে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আলোচনা সভার আয়োজন করা হবে। ভবিষ্যতে একই ঘটনা পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বাজার পরিস্থিতি:
বাজার ঘুরে জানা গেছে, বরিশালের চালের দাম গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে।
- মিনিকেট চাল (২৫ কেজি): ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বস্তা প্রতি ১৮৫০-১৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
- বুলেট চাল: ৩০ টাকা বৃদ্ধি পেয়ে বস্তা প্রতি ১২৮০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
- পাইজাম চাল: ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বস্তা প্রতি ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
- আটাশ বালাম চাল: বস্তা প্রতি ১৪৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, চালের বাজারে নিয়মিত তদারকি চালানো হবে। ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ ও সঠিকভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।