শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশালের চালের বাজারে মূল্যতালিকা ও ভাউচারের অসঙ্গতি

ভোক্তা অধিকার অভিযানে সতর্কতা

বরিশালের চালের বাজারে মূল্যতালিকা ও ভাউচারের অসঙ্গতি

বরিশালের চালের আড়তগুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার (৮ জানুয়ারি) অভিযান চালিয়েছে। নগরীর ফরিয়াপট্টি এলাকায় চালের আড়তগুলোতে চালের মূল্যতালিকা ও ভাউচারের মধ্যে অসঙ্গতি ধরা পড়েছে।

অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, চালের মূল্যবৃদ্ধির খবরের পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়। বেশ কিছু আড়তে দেখা যায়, প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রির ভাউচারের মিল নেই। এ বিষয়ে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং তাদের সঙ্গে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আলোচনা সভার আয়োজন করা হবে। ভবিষ্যতে একই ঘটনা পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বাজার পরিস্থিতি:
বাজার ঘুরে জানা গেছে, বরিশালের চালের দাম গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে।

  • মিনিকেট চাল (২৫ কেজি): ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বস্তা প্রতি ১৮৫০-১৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
  • বুলেট চাল: ৩০ টাকা বৃদ্ধি পেয়ে বস্তা প্রতি ১২৮০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
  • পাইজাম চাল: ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বস্তা প্রতি ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
  • আটাশ বালাম চাল: বস্তা প্রতি ১৪৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, চালের বাজারে নিয়মিত তদারকি চালানো হবে। ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ ও সঠিকভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button