শিরোনাম
হায়দরাবাদে বাংলাদেশি তরুণীর অভিযোগে তিনজন গ্রেপ্তার ও চারজন উদ্ধারচাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়কে থ্রি-হুইলার চালকদের বিক্ষোভদায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বিটিআরসি মহাপরিচালককে বেপজায় বদলিমেকআপ আর্টিস্ট মুরাদ মাহমুদের ওপর হামলা ও ছিনতাইজাবিতে নানা আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণবিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে মা-ছেলের মৃত্যুমেয়েরা শাড়ি পরে এলেই ফুল মার্কস—খুবি অধ্যাপকের বিরুদ্ধে আরও এক ছাত্রীর অভিযোগপঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি গ্রেপ্তারআলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেনইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ ঢাকায়

মেকআপ আর্টিস্ট মুরাদ মাহমুদের ওপর হামলা ও ছিনতাই

অপপ্রচার চালাচ্ছে ‘এখন বাংলা টিভি’ নামের ফেসবুক পেজ

মেকআপ আর্টিস্ট মুরাদ মাহমুদের ওপর হামলা ও ছিনতাই

বরিশালের পরিচিত মেকআপ আর্টিস্ট মুরাদ মাহমুদ কুয়াকাটায় হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় তাকে মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং ইচ্ছাকৃতভাবে তাকে অপদস্ত ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়।

পরে “এখন বাংলা টিভি” নামের একটি ফেসবুক পেজ থেকে ঘটনাটি নিয়ে ভুয়া সংবাদ প্রচার করা হয় এবং সেখানে একটি ভয়েস যোগ করা হয়, যেখানে মুরাদ মাহমুদকে গালাগালির অডিও শোনা যায়। তবে মুরাদ মাহমুদ দাবি করেছেন— এগুলো পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

তিনি নিজের প্রোফাইলে সকল মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে প্রমাণ আছে যে তাকে যখন-তখন উসকানিমূলক কথা বলে বাধ্য করা হয়েছে প্রতিক্রিয়া জানাতে। মুরাদ মাহমুদ বলেন, “আমাকে কুয়াকাটায় পরিকল্পিতভাবে মারধর ও ছিনতাই করা হয়েছে। এরপর অনুমোদনহীন ফেসবুক পেজ ‘এখন বাংলা টিভি’ দিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। কয়েকটি গ্রুপ আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আমি মামলা করেছি এবং এর সঠিক বিচার চাই।”

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button