শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশাল মহানগর বিএনপির নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তুঙ্গে

বরিশাল মহানগর বিএনপির নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তুঙ্গে

বরিশাল মহানগর বিএনপির কার্যক্রম নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনাকে কেন্দ্র করে দলের নেতাদের কর্মকাণ্ড সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে দলীয় কোন্দল, সরকারি সম্পত্তি দখল, সালিশ বাণিজ্য এবং অভ্যন্তরীণ বিরোধের মতো বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে।

সর্বশেষ, মহানগর বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক হালিম মৃধার ওপর হামলা এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মানববন্ধন পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। হামলার প্রতিবাদে একাংশের নেতাকর্মীরা মানববন্ধন করলেও অপর অংশ জিয়াউদ্দিনের পক্ষে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

নেতৃত্বের অভাব এবং দলীয় সিদ্ধান্তহীনতাকে কেন্দ্র করে মহানগর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। কমিটি বাণিজ্য এবং বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে আসীন করার অভিযোগও উঠেছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলীয় কাঠামোতে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কাউন্সিল ও সম্মেলন আয়োজন করা প্রয়োজন।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং কেন্দ্রীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার মনে করেন, নেতৃত্বের অভাব এবং রাজনৈতিক শিক্ষার ঘাটতি এই বিভ্রান্তির মূল কারণ। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দলীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button