প্রবাসীর জমি দখলে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, হামলাকারীরা বিএনপির সঙ্গে যুক্ত


বরিশালের কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে প্রবাসী সাহাবুদ্দিন সরদারের জমি জোরপূর্বক দখল করতে গেলে তার স্ত্রী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা প্রবাসীর স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০ টার দিকে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সাহাবুদ্দিন সরদার দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত থাকায় তার চাচা মোসলেম সরদার, চাচাতো ভাই আশরাফুল সিকদার এবং আরিফ বেপারী বহুদিন ধরেই জমি দখলের চেষ্টা করে আসছিল। গত শনিবার উভয় পক্ষই কাজিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন, যার পর এসআই মেহেদি পক্ষগুলোর দখলে থাকার পরামর্শ দিয়েছিলেন।
রবিবার সকালে হামলাকারীরা দলবল নিয়ে প্রবাসীর স্ত্রীকে বাধা দেওয়ার সময় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। জানা গেছে, হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, এই জমি নিয়ে দ্বন্দ্ব অনেক দিনের। আজকের হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিদের আটকের চেষ্টা চলছে।