শিরোনাম

সিরাজদিখানের আ.লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

সিরাজদিখানের আ.লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনে সংঘটিত একাধিক মামলার পলাতক আসামি শেখ আমজাদ হোসাইনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শেখ আমজাদ হোসাইন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। এ ছাড়া তিনি জেলা বিএনপি নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ছোট ভাই।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মাকসুদুল রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আল মুসলিম গ্রুপের পরিচালক শেখ মো. আমজাদ হোসাইনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আমজাদ হোসাইনের বিরুদ্ধে ৫ আগস্ট থানা ভাঙচুরের ঘটনায় করা একটি মামলাও রয়েছে। বিকেলে তাঁকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button