শিরোনাম
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড, মেধার লড়াইয়ে ব্রোঞ্জের হাসিরুদ্ধশ্বাস জয়ে নবম শিরোপা জিতল ব্রাজিলস্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামীআনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে ইউআইইউর অনন্য সাফল্যফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত অস্ত্রসমর্পণ করবে না হামাসশেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে অবশেষে জিতল ওয়েস্ট ইন্ডিজএআইতে রেকর্ড বিনিয়োগ, ৬ মাসেই ১৫৫ বিলিয়ন ডলার ঢালল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টরানিয়ন্ত্রক সংস্থার ওপর নজরদারির সুপারিশস্বামীর মোবাইলে স্ত্রীর আপত্তিকর ভিডিও পাঠিয়ে টাকা দাবি, কলহের জেরে স্ত্রীর আত্মহত্যাউজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন — সভাপতি এস. এম. ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক সাদমান শাহরিয়ার

ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টি তাইওয়ানের তাইপে শহরে অবস্থিত একটি গবেষণা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯২৮ সালে তাইহোকু ইম্পেরিয়াল ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ১৯৪৫ সালে ‘ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি’ হিসেবে আত্মপ্রকাশ করে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফির সর্বোচ্চ ৪০ হাজার নিউ তাইওয়ান ডলার (১ লাখ ৬৪ হাজার ৯৫৩ টাকা) দেওয়া হবে। তাইওয়ানে যাওয়া-আসার জন্য বিমানের ১টি ইকোনমি-ক্লাস টিকিট দেওয়া হবে। এ ছাড়া মাসিক ভাতা হিসেবে ৩০ হাজার নিউ তাইওয়ান ডলার (১ লাখ ২৩ হাজার ৭১৩ টাকা) দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

যেকোনো জাতীয়তার আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রি আর পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের ভাষা দক্ষতা সনদ থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আপডেট করা সিভি, অধ্যয়ন পরিকল্পনা (সর্বোচ্চ এক পৃষ্ঠার), ২টি সুপারিশপত্র, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও ভাষা দক্ষতার প্রমাণপত্র।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

পদার্থবিদ্যা, ভূগোল, ফার্মেসি বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং, যন্ত্রকৌশল, রাসায়নিক প্রকৌশল, প্রকৌশল বিজ্ঞান এবং সমুদ্র প্রকৌশল, উপাদান বিজ্ঞান ও প্রকৌশল, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, কৃষি রসায়ন, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রকৌশল।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর, ২০২৫।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button