উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন — সভাপতি এস. এম. ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক সাদমান শাহরিয়ার


স্টাফ রিপোর্টার, ||
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উজিরপুর উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের উদ্দেশ্যে গঠিত *‘উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদ’* ২০১৩ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষাবিষয়ক সহায়তা, মেধাবৃত্তি, মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে উজিরপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।
সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের *২ আগস্ট* উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদের *২০২৫-২৬ সেশনের স্থায়ী কমিটি* ঘোষণা করা হয়েছে। এবার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী *এস. এম. ওয়াহিদুর রহমান* এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী *সাদমান শাহরিয়ার*।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি *এস. এম. ওয়াহিদুর রহমান* বরিশাল জেলার উজিরপুর উপজেলার *শোলক ইউনিয়নের* বাসিন্দা। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান,
> “উজিরপুরের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ও কল্যাণে এই সংগঠনের প্ল্যাটফর্ম থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। বিভিন্ন জনসেবামূলক কাজ, শিক্ষা ও মানবিক সহায়তা চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের মাধ্যমে উজিরপুরের শিক্ষার্থীদের মধ্যে একতা ও সহানুভূতির বন্ধন আরও দৃঢ় হবে।”
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বিদায় নেন পূর্ববর্তী *২০২৪-২৫ সেশনের সভাপতি আরাফাত ইসলাম* ও সাধারণ সম্পাদক *মুহাম্মদ জিহাদ*। তাদের নেতৃত্বে সংগঠনটি গত এক বছরে নানা কার্যক্রমের মধ্য দিয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদ প্রতিবছর বিভিন্ন সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, রক্তদান কার্যক্রম, অসহায় শিক্ষার্থীদের সহায়তা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি আরও উদ্যম ও উদ্ভাবনী চিন্তাধারায় কাজ করে যাবে—এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের মাঝে।