নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার


ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আহসান কবির জনি মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার মগড় এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আহসান কবিরের গ্রেপ্তার প্রসঙ্গে ওসি আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।