শিরোনাম
ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলমফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটচাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরিভারত-যুক্তরাজ্য শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আড়ালেপাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির গ্রেপ্তার হওয়া ৩ নেতা বহিষ্কারবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওতারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলালপাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনিরদুই বছর ধরে ঔষধ প্রশাসনে ঝুলে আছে এক হাজার ওষুধের নিবন্ধন

জকিগঞ্জে ধানক্ষেত পড়ে ছিল বৃদ্ধের লাশ

জকিগঞ্জে ধানক্ষেত পড়ে ছিল বৃদ্ধের লাশ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাহমুদ আলী পাশের কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গতকাল শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বাদ জুমা তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আজ সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানক্ষেতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। লাশের পাশে তাঁর ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। পরিবারের লোকজন লাশটি মাহমুদ আলীর বলে শনাক্ত করেন।

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button