বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও


বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২৩: ৪৬
প্রতীকী ছবি
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও ছেলে বিপ্লব সরদার (২৮)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের জমিতে চাষাবাদের কাজ শেষ করে পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন বিপ্লব সরদার। এ সময় স্থানীয় একটি মুরগির খামারের বৈদ্যুতিক পাওয়ার টিলারের ওপর ছিঁড়ে পড়লে তিনি বিদ্যুতায়িত হন। এই সংবাদ শোনার পর বাড়ি থেকে দৌড়ে ছেলেকে বাঁচাতে যান মা জোছনা খাতুন। ছেলেকে স্পর্শ করলে মাও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় বাসিন্দারা মা-ছেলেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এদিকে ছেলে ও মায়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।