শিরোনাম
ফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটচাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরিভারত-যুক্তরাজ্য শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আড়ালেপাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির গ্রেপ্তার হওয়া ৩ নেতা বহিষ্কারবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওতারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলালপাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনিরদুই বছর ধরে ঔষধ প্রশাসনে ঝুলে আছে এক হাজার ওষুধের নিবন্ধননলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

চার টেরাবাইট ব্যান্ডউইডথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন

চার টেরাবাইট ব্যান্ডউইডথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন

Ajker Patrika

চার টেরাবাইট ব্যান্ডউইডথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২১: ৫১

Photo

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ব্যান্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে চার টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি)। জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যান্ডউইডথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগস্ট নতুন এই মাইলফলক অর্জন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এসব কথা জানান প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশেষ সহকারী জানান, গত ২৮ এপ্রিলে তিন টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিল বিএসসিপিএলসি। মাত্র তিন মাসে সরবরাহ বাড়িয়েছে নতুন এক টেরাবাইট। এপ্রিলের আগের আট মাসে ব্যবহার ১.১০ টেরাবাইট বেড়েছিল।

ফয়েজ আহমদ ফেসবুক পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। বর্তমান সরকারের মেয়াদকালে প্রতিষ্ঠানটি কর্তৃক ব্যান্ডউইডথ সরবরাহ বেড়েছে ২ দশমিক ২ টেরাবাইটের কিছু বেশি এবং মাত্র এক বছরে প্রবৃদ্ধি ১২০ শতাংশের বেশি।

তিনি আরও জানান, বিগত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পলিসি সাপোর্ট এবং নির্দেশনা, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং দুই দফা মূল্য ছাড়ের পরিপ্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যান্ডউইডথে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসির শেয়ার ক্রমান্বয়ে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button