শিরোনাম
ফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটচাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরিভারত-যুক্তরাজ্য শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আড়ালেপাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির গ্রেপ্তার হওয়া ৩ নেতা বহিষ্কারবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওতারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলালপাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনিরদুই বছর ধরে ঔষধ প্রশাসনে ঝুলে আছে এক হাজার ওষুধের নিবন্ধননলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

শ্যামনগরে জমি নিয়ে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪

শ্যামনগরে জমি নিয়ে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪

Ajker Patrika

শ্যামনগরে জমি নিয়ে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২১: ২৩

Photo

সাতক্ষীরার শ্যামনগরে জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত একজন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

গুলিবিদ্ধ পাঁচজন হলেন রামজীবনপুর গ্রামের আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আমিনুল ইসলাম (২৮) এবং কেয়াতলা গ্রামের আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর আটক চারজন হলেন শ্যামনগর উপজেলার কেয়াতলা গ্রামের আশরাফুল ইসলাম (২৫) ও আমানুল্লাহ ইমন (২৩) এবং দেবহাটার সখীপুর এলাকার মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুন (২০)।

আটক চারজন। ছবি: আজকের পত্রিকা
আটক চারজন। ছবি: আজকের পত্রিকা

নাম প্রকাশ না করার শর্তে রামজীবনপুর গ্রামের একজন জানান, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহাজান ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কেয়াতলার একটি বিরোধীয় সম্পত্তি প্রভাব খাটিয়ে জবর দখলে রেখেছিল। তবে ৫ আগস্টের পর উচ্চ আদালতের রায় অনুকূলে থাকার দাবি করে একই এলাকার সোহেল রেজা ফরেজসহ তাঁর পরিবারের সদস্যরা ওই জমি দখল করে নেন। আজ একটি বাস ও একটি সিএনজিচালিত অটোতে করে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শাহাজান ওই জমি দখল করতে যান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শাহাজানের সঙ্গে থাকা কয়েকজন গুলি ছুড়লে প্রতিপক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।

সোহেল রেজা ফয়েজের ভাগনে আরিফুল ইসলাম জানান, সব কাগজপত্র তাঁদের অনুকূলে। কিন্তু বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শাহাজান ও তাঁর লোকজন তাঁদের জমি দখল করে রাখেন। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের জমি দখলে নেওয়ার পর আজ শাহাজান বাসযোগে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করেন।

পুলিশের হাতে আটক আশরাফুল ইসলাম জানান, তাঁদের জমি জোরপূর্বক ফয়েজ ও তাঁর লোকজন দখল করে রেখেছিলেন। আজ গোত্রের লোকজন নিয়ে তাঁরা জমি উদ্ধারে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। তবে কে বা কারা গুলি করেছে, সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button