শিরোনাম
ফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটচাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরিভারত-যুক্তরাজ্য শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আড়ালেপাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির গ্রেপ্তার হওয়া ৩ নেতা বহিষ্কারবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওতারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলালপাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনিরদুই বছর ধরে ঔষধ প্রশাসনে ঝুলে আছে এক হাজার ওষুধের নিবন্ধননলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

ভ্যানের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে খুন

ভ্যানের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে খুন

নাটোরের সিংড়ায় ভ্যানচালক মো. জিহাদ (২০) নামের এক যুবককে খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই এর রহস্য উন্মোচন করেছে র‍্যাব-৫। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত এবং ছিনতাই হওয়া ভ্যান।

র‍্যাবের হাতে গ্রেপ্তার দুজন হলেন নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের মো. সাগর প্রামাণিক (১৮) ও মো. সুলতান প্রামাণিক (১৯)। তাঁরা দুই বন্ধু। খুন হওয়া জিহাদও তাঁদের বন্ধু। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে র‍্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নৃশংস হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

র‍্যাব অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়ার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকার চলনবিলে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন র‍্যাব ও পুলিশে খবর দেন। পরে সিংড়া থানার পুলিশ ও র‍্যাব-৫-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে মুখ বাঁধা লাশটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহত ব্যক্তির নাম জিহাদ, তিনি ভ্যানচালক। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‍্যাব-৫ একটি বিশেষ গোয়েন্দা দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে তারা। এরপর গতকাল শুক্রবার সন্ধ্যায় চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাগর ও সুলতানকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোর বন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার নেপথ্যে উঠে আসে এক করুণ বাস্তবতা। তাঁরা জানান, চার মাস আগে জিহাদের সঙ্গে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। এর পর থেকে তাঁরা প্রায়ই একসঙ্গে ঘোরাঘুরি ও মাদক সেবনে জড়িয়ে পড়েন। সাগর জানান, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। চিকিৎসা ও সংসারের খরচ জোগাতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছিলেন। সুলতানও দীর্ঘদিন ধরে বেকার ও দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এই পরিস্থিতিতে তাঁরা সহজ-সরল বন্ধু জিহাদের ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে পরিকল্পনা করে নির্মমভাবে তাঁকে হত্যা করেন।

পরিকল্পনা অনুযায়ী, গত ৩০ জুলাই সন্ধ্যায় চৌগ্রাম বাজারে দেখা করেন তাঁরা। আড্ডার ছলে সিংড়া বাজার থেকে কিছু ঘুমের ওষুধ সংগ্রহ করে তা একটি কোমল পানীয়র বোতলে মিশিয়ে রাখেন। পরে ঘোরাঘুরির কথা বলে জিহাদকে তাঁর ভ্যানে উঠিয়ে চলনবিলের দিকে নিয়ে যান। পথে কোমল পানীয় খাইয়ে দেন তাঁকে। কিছুক্ষণের মধ্যেই জিহাদ অচেতন হয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া বাজারসংলগ্ন একটি নির্জন জায়গায় তাঁরা ভ্যান থামান। সেখানে অচেতন জিহাদের গলা টিউব দিয়ে পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। পরে গামছা দিয়ে মুখ শক্ত করে বেঁধে তাঁকে বন্যার পানিতে ফেলে দেন।

হত্যাকাণ্ডের পর সুলতান নিহত জিহাদের মোবাইল ফোন নিজের কাছে রেখে দেন এবং সাগর ভ্যানটি বিক্রির উদ্দেশ্যে ইটালি গ্রামের এক মেকারের বাসায় রেখে আসেন। র‍্যাব-৫ তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভ্যান, মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত টিউব উদ্ধার করেছে। র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার দুজনকে সিংড়া থানায় হস্তান্তর করা হবে। পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button