শিরোনাম

‘ভারত ম্যাচে ওকস নিজের সর্বনাশ নিজেই করেছে’

‘ভারত ম্যাচে ওকস নিজের সর্বনাশ নিজেই করেছে’

যা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।

ওভালে আজ ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট শুরুর যখন এক ঘণ্টাও বাকি নেই, সেই মুহূর্তে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে ওকসের ছিটকে যাওয়ার কথা। বাঁ কাঁধের চোটেই মূলত ইংল্যান্ডের এই অলরাউন্ডার ছিটকে গেছেন ওভাল টেস্টের বাকি অংশ থেকে। এই চোটটা তিনি পেয়েছেন গতকাল প্রথম দিনেই। ভারতের প্রথম ইনিংসে ৫৭তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে করুণ নায়ার ড্রাইভ করেন। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওকস বাউন্ডারি আটকেছেন ঠিকই। কিন্তু সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়েই ওকস বাঁ কাঁধে চোট পান।

চোট পেয়ে গতকাল তৎক্ষণাৎ মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন ওকস। ওভাল টেস্টে আর তিনি খেলতে পারবেন কিনা, সেটা নিয়ে তখনই শঙ্কা জেগেছিল। ওকসের কাঁধে গতকালই স্ক্যান করানো হয়েছিল। আজ পাওয়া গেল তাঁর ছিটকে যাওয়ার খবর। গাভাস্কারের মতে ওকস নিজের সর্বনাশ নিজেই করেছেন। সনি স্পোর্টসে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমি বুঝি না পেসাররা কেন রান ঠেকাতে এত মরিয়া হয়ে উঠবে। তার প্রধান কাজ তো বোলিং। যদি না কোনো রুদ্ধশ্বাস ম্যাচ হয়, সেক্ষেত্রে এক রান বাঁচানো ম্যাচে কোনো পার্থক্য গড়ে দিতে পারবে না। আমি দেখি এই পেসার ডাইভ দেয়, স্লাইড করে। আমার মতে, এটা করা উচিত না।’

ক্রিকেটে কনকাশন বদলি হিসেবে কাউকে একাদশে আনার নিয়ম রয়েছে। অন্যক্ষেত্রে কোনো ক্রিকেটার চোটে পড়লে উইকেটরক্ষক অথবা ফিল্ডার হিসেবে বদলি খেলোয়াড়কে কাজে লাগানো যায়। তবে ব্যাটিং অথবা বোলিংয়ের ক্ষেত্রে বদলি ক্রিকেটারকে কাজে লাগানো যাবে না। গাভাস্কার এই নিয়মটা মনে করাতে গিয়ে ঋষভ পন্তের কথা উল্লেখ করেছেন। যেখানে ম্যানচেস্টার টেস্টে পন্ত পায়ে মারাত্মক চোট পাওয়ায় তাঁর পরিবর্তে উইকেটরক্ষকের কাজটা করেছিলেন ধ্রুব জুরেল।

ওভাল টেস্টে ওকসের চোটের পর ম্যানচেস্টার টেস্টের পন্ত-জুরেলের ঘটনার কথা গাভাস্কার উল্লেখ করেছেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘এমন ইঞ্জুরির ক্ষেত্রে অনেক কিছুই তো দেখা যায়। সেক্ষেত্রে ভেঙে যাওয়া বা চিড় ধরার কথা বলা যায়। সেক্ষেত্রে লাইক-টু লাইক বিকল্পের ব্যবস্থা থাকা উচিত। কোনো উইকেটরক্ষক চোটে পড়লে অন্য কাউকে আনা যায়, তবে একাদশে না। যেমন আগের ম্যাচে (ম্যানচেস্টার টেস্ট) দেখেছি, ধ্রুব জুরেল এসে উইকেটরক্ষকের কাজ করেছে। ঋষভ পন্তের সেই ঘটনার (চোট) কারণে তেমনটা করা গেছে।’

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে হলে ওভালে পঞ্চম টেস্ট জিততেই হবে ভারতকে। সিরিজের এই শেষ টেস্টেই দফায় দফায় বাগড়া দিচ্ছে বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪২ রান করেছে। স্বাগতিকদের লিড এখন ১৮ রানের। এর আগে প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছে ২২৪ রানে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button