শিরোনাম
যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএগুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জানে আলম অপু রিমান্ডেমাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতাকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ময়মনসিংহে ধর্ষণ মামলায় ২ আসামি গ্রেপ্তারবাংলাদেশি মডেল শান্তা ভারতে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না খতিয়ে দেখছে কলকাতা পুলিশসম্প্রচার প্রতিষ্ঠান ভারতীয়, পাকিস্তানে এশিয়া কাপ দেখা নিয়ে শঙ্কাভ্যানের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে খুনহবিগঞ্জে চা-বাগানের রাস্তায় গাছ ফেলে ট্রাকে ডাকাতিমির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

৩ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পায় অপহৃত শিশু বাপ্পি

৩ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পায় অপহৃত শিশু বাপ্পি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু মো. বাপ্পিকে মুক্তিপণের টাকায় ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শিশুটির পরিবারের দাবি, ৩ লাখ টাকা দেওয়ার পর গত শুক্রবার রাতে বাপ্পিকে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, গত ২৯ জুলাই রাতের কোনো এক সময়ে নিজ বাড়ি থেকে শিশু বাপ্পিকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কয়েক দিনের উৎকণ্ঠার পর ১ আগস্ট রাত ৮টার দিকে মুক্তিপণের টাকা দেওয়া হলে শিশুটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ পায় রাত ১১টার দিকে। বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহরণের ঘটনা সামনে আসার পর থেকে যৌথভাবে অভিযান শুরু করে পুলিশ, র‍্যাব ও বিজিবি। প্রশাসনের দাবি, যৌথ বাহিনীর কৌশলী তৎপরতায় অপহরণকারীরা চাপে পড়ে শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button