শিরোনাম
পাল্টা শুল্ক প্রতিযোগীদের সমান এটাই স্বস্তির: বিজিএমইএ সভাপতিভারত ম্যাচে পাকিস্তানের জার্সি পরা দর্শক ঢুকতে না দেওয়ায় দুঃখ প্রকাশ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম গ্রেপ্তারএকদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলিশাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনেরবিবিসির প্রতিবেদন /বিশ্বজুড়ে শুল্ক আরোপ ট্রাম্পের সেই ‘জয়’, যার উচ্চমূল্য দিতে হবে সবাইকেনজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনা তদন্তে ইউজিসির কমিটিভারত-ইংল্যান্ডের খেলা দেখবেন কোথায়প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিল অনুমোদনে ঘুষ দাবির অভিযোগআ.লীগ নেতাকে বাড়িতে লুকানোর সুযোগ দিয়ে বহিষ্কার হলেন তাঁতী দলের সভাপতি

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে কোথায়, জানাল আইসিসি

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে কোথায়, জানাল আইসিসি

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি উঠতে পারেনি বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে তাই বাছাইপর্ব পেরিয়ে কাটতে হবে মূল পর্বের টিকিট। আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজকের নাম জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালে আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। এই বাছাইপর্বে অংশ নেওয়া ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ১০ দলের মধ্যে বাংলাদেশ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নেপাল, যুক্তরাষ্ট্র—এই পাঁচ দল বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড নতুন বিশ্বকাপ সামনে রেখে হতে যাওয়া বাছাইপর্বে সুযোগ পেয়েছে।

এশিয়া আঞ্চলিক পাথওয়ে পেরিয়ে থাইল্যান্ড ও নেপাল জায়গা করে নিয়েছে বাছাইপর্বে। যুক্তরাষ্ট্র এসেছে আমেরিকা অঞ্চল থেকে। বাছাইপর্বের অপর পাঁচ দলের মধ্যে দুটি করে দল আসবে আফ্রিকা ও ইউরোপ থেকে। আরেক দল আসবে পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা করে নিতে হলে প্রথমে আঞ্চলিক বাছাইপর্ব অবশ্যই পেরিয়ে আসতে হবে। শিগগির বাছাইপর্বের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আইসিসি।

বাছাইপর্ব থেকে চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে। এই চার দলের মধ্যে ‘এ’ গ্রুপে যাবে দুই দল। অপর দুই দল খেলবে ‘বি’ গ্রুপে। বিশ্বকাপের মূল পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। অপর গ্রুপ ‘বি’-তে আয়োজক ইংল্যান্ডের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যেক গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনালই হবে লন্ডনের ওভালে। সেমিজয়ীরা লর্ডসে মুখোমুখি হবে ফাইনালে।

২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে হবে ৩৩টি ম্যাচ। ৩০ জুন ও ২ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ৫ জুলাই হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। এখন পর্যন্ত অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ আসরের মধ্যে ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একবার করে। সবশেষ ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড। মেয়েদের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button