শিরোনাম

শাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনের

শাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনের

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের শাপলা বিলে বেড়াতে গিয়ে দুজন নিহত হয়েছেন। নৌকায় চড়ে ঘুরতে গিয়ে নৌকা ডুবে তারা মারা যান।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক অবস্থায় নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচুয়া শাপলা বিলে একটি নৌকায় চড়ে পাঁচজন ঘুরতে যান। হঠাৎ করে তাঁদের নৌকায় পানি উঠতে শুরু করে। একপর্যায়ে সবাই পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয় লোকজন দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আর তিনজনকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, স্থানীয়রা দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button