শিরোনাম
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াতরাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তা, তদন্তে আদালত গঠন: আইএসপিআর‘তাকে কয়েক মিনিটের জনপ্রিয়তা উপভোগ করতে দাও’, অভিযোগের জবাবে বললেন বিজয়অনাহারে ৯০ শিশুর মৃত্যুর পর গাজা সফরে যাচ্ছেন মার্কিন দূতপাল্টা শুল্ক প্রতিযোগীদের সমান এটাই স্বস্তির: বিজিএমইএ সভাপতিভারত ম্যাচে পাকিস্তানের জার্সি পরা দর্শক ঢুকতে না দেওয়ায় দুঃখ প্রকাশ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম গ্রেপ্তারএকদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলিশাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনেরবিবিসির প্রতিবেদন /বিশ্বজুড়ে শুল্ক আরোপ ট্রাম্পের সেই ‘জয়’, যার উচ্চমূল্য দিতে হবে সবাইকে

ভারতের অর্থনীতিকে ট্রাম্প ‘মৃত’ বললেও মোদি কেন চুপ, প্রশ্ন রাহুলের

ভারতের অর্থনীতিকে ট্রাম্প ‘মৃত’ বললেও মোদি কেন চুপ, প্রশ্ন রাহুলের

ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ও অতিরিক্ত শাস্তিমূলক কর বসানোর ঘোষণা দিয়েছে তাঁর প্রশাসন। এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তুলেছেন, এত বড় মন্তব্য ও বাণিজ্যিক পদক্ষেপের পরও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভারতের সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, ‘ট্রাম্প ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে যে ভারতের অর্থনীতি এখন এক মরা অর্থনীতি। আমি খুশি যে, প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্য কথা বলেছেন।’

রাহুল গান্ধী আরও বলেন, ‘মূল প্রশ্ন হলো, ট্রাম্প ৩০ থেকে ৩২ বার বলেছেন যে, তিনি যুদ্ধবিরতি করেছেন। তিনি বলছেন, ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এখন তিনি বলছেন, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসাবেন। তাহলে প্রধানমন্ত্রী মোদি চুপ কেন? উনি কেন কোনো উত্তর দিচ্ছেন না? এর পেছনে আসল কারণ কী?’

মোদি সরকারের কড়া সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি শুধু একজন লোকের জন্য কাজ করেন—আদানির জন্য। এই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবেই, আর মোদি ট্রাম্প যা বলবে ঠিক তাই করবেন। ভারতের সামনে আজ সবচেয়ে বড় সমস্যা হলো—এই সরকার আমাদের অর্থনীতি, প্রতিরক্ষা আর বিদেশনীতি সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। এরা দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সংসদে দেওয়া বক্তব্য নিয়েও কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের নাকি জিনিয়াস বা প্রতিভাবান বিদেশনীতি আছে। অথচ বাস্তব চিত্রটা কী? একদিকে আমেরিকা গালি দিচ্ছে, আরেকদিকে চীন হুমকি দিচ্ছে। তৃতীয়ত, যত দেশেই প্রতিনিধি দল পাঠান না কেন, কোনো দেশই পাকিস্তানকে প্রকাশ্যে দোষারোপ করছে না। তাহলে ওরা দেশ চালাচ্ছে কীভাবে? এদের হাতে দেশ সুরক্ষিত না। ওরা জানেই না দেশ চালাতে হয় কীভাবে।’

এর একদিন আগে নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। ওরা চাইলে একসঙ্গে তাদের মরা অর্থনীতিকে ডুবিয়ে দিতে পারে, আমার কিছু যায় আসে না। আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি। ওদের শুল্ক বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। রাশিয়ার সঙ্গেও আমাদের প্রায় কোনো ব্যবসা নেই। এভাবেই থাকুক।’

ট্রাম্পের এই মন্তব্যে ভারতের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button