শিরোনাম

‘তাকে কয়েক মিনিটের জনপ্রিয়তা উপভোগ করতে দাও’, অভিযোগের জবাবে বললেন বিজয়

‘তাকে কয়েক মিনিটের জনপ্রিয়তা উপভোগ করতে দাও’, অভিযোগের জবাবে বললেন বিজয়

বিজয় সেতুপতি মূলত তামিল ইন্ডাস্ট্রির অভিনেতা। তবে কন্নড়, মালয়ালম, তেলুগু কিংবা হিন্দি—সব ভাষার সিনেমার পরিচিত মুখ তিনি। ভালো অভিনেতার পাশাপাশি তিনি প্রশংসিত হন নিজের সাধারণ জীবনযাপনের জন্যও। তাঁর বিরুদ্ধে সম্প্রতি একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ এনেছেন এক নারী।

সোশ্যাল মিডিয়ায় বিজয় সেতুপতির বিরুদ্ধে কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, মাদক সেবন থেকে আর্থিক কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ এনেছেন রম্য মোহন নামের এক নারী। তাঁর আরও অভিযোগ, বছরের পর বছর ধরে এক নারীকে নাকি ‘ব্যবহার’ করেছেন অভিনেতা। শেষ পর্যন্ত নাকি সেই নারীর ঠাঁই হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। এক্সে করা ওই পোস্ট পরে মুছে ফেলেন ওই নারী। কিন্তু ততক্ষণে নেট দুনিয়ায় তোলপাড়।

বিষয়টি নিয়ে প্রথমে চুপচাপ ছিলেন বিজয় সেতুপতি।‌ অবশেষে মুখ খুললেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিজয় জানান, ইতিমধ্যে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজয় সেতুপতি বলেন, ‘আমাকে যাঁরা কিছুটা হলেও চেনেন, তাঁরা এ অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেও আমাকে চিনি। এই ধরনের নোংরা অভিযোগ আমাকে বিচলিত করতে পারবে না। আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা খুব দুঃখ পেয়েছে এসব শুনে। তবে আমি ওদের বলেছি, এসবে কান দিও না। এই নারী আলোচনায় আসার জন্য এসব করছে। তাকে কয়েক মিনিটের জনপ্রিয়তা উপভোগ করতে দাও।’

বিজয় কি অভিযোগটি এড়িয়ে যেতে চাইছেন? উত্তরে অভিনেতা বলেন, ‘আমি শুধু এটা বলতে চাইছি যে, এ অভিযোগে আমি নিজেকে বিচলিত হতে দেব না। গত সাত বছর ধরে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে আমাকে নিয়ে। তবে কখনই কোনো গুজব আমাকে আক্রান্ত করতে পারেনি। পারবেও না।’

বিজয় সেতুপতি। ছবি: সংগৃহীত
বিজয় সেতুপতি। ছবি: সংগৃহীত

বিজয়ের সন্দেহ, তাঁর ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করার জন্য এক পক্ষ ইচ্ছা করেই তাঁর নামে এসব রটাচ্ছে। অভিনেতা বলেন, ‘সময়টা খেয়াল করুন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তখনই সামনে আনা হলো, যখন আমার সিনেমা প্রেক্ষাগৃহে ভালো চলছে। কিছু লোক হয়তো মনে করেছে, আমার নামে অপবাদ রটিয়ে আমার সিনেমার ক্ষতি করতে পারবে। তবে সেটা হবে না। আজকের যুগে যে কেউ যে কারও বিরুদ্ধে যে কোনো কিছু বলতে পারে। তার জন্য দরকার সোশ্যাল মিডিয়ায় শুধু একটা অ্যাকাউন্ট। সেখানে মানুষ যা খুশি লেখে।’

নতুন সিনেমা ‘স্যার ম্যাডাম’-এর পোস্টারে বিজয় সেতুপতি ও নিত্য মেনন। ছবি: ইনস্টাগ্রাম
নতুন সিনেমা ‘স্যার ম্যাডাম’-এর পোস্টারে বিজয় সেতুপতি ও নিত্য মেনন। ছবি: ইনস্টাগ্রাম

তবে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন বিজয়। তিনি বলেন, ‘আমার আইনজীবী বিষয়টি নিয়ে কাজ করছেন। আমরা সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button