শিরোনাম

উরুগুয়েকে বিধ্বস্ত করে টানা পাঁচবার ফাইনালে ব্রাজিল

উরুগুয়েকে বিধ্বস্ত করে টানা পাঁচবার ফাইনালে ব্রাজিল

ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল ব্রাজিল।

নারী কোপা আমেরিকায় ব্রাজিল সব সময়ই খেলে দাপট দেখিয়ে। এর আগে ৯ বারের মধ্যে আটবারই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল নারী ফুটবল দল। বাংলাদেশ সময় আজ সকালে ২০২৫ নারী কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এ নিয়ে টানা পাঁচবার নারী কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২—টানা চারবার ফাইনালে উঠে চারবারই কোপা আমেরিকায় শিরোপা জিতেছে ব্রাজিল নারী ফুটবল দল।

ইকুয়েডরের রাজধানী কুইটোতে আজ নারী কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়ের ওপর দাপট দেখিয়ে খেলেছে ব্রাজিল। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রাখে ব্রাজিল। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৭ শট। যার মধ্যে পাঁচটি থেকেই ব্রাজিল গোল আদায় করে নিয়েছে। অন্যদিকে উরুগুয়ে ৩১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করেছে ৫ শট। ব্রাজিলের রক্ষণভাগ উরুগুয়ের আক্রমণ যে দারুণভাবে প্রতিহত করেছে, সেটা বোঝাই যাচ্ছে।

১১ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন ব্রাজিল ফরোয়ার্ড আমান্দা গুতিয়েরেস। তাঁকে অ্যাসিস্ট করেছেন দলের কিংবদন্তি মার্তা। এরপর ১৩ ও ২৭ মিনিটে গোল করেছেন গিও গারবেলিনি ও মার্তা। যার মধ্যে ২৭ মিনিটে মার্তা গোল করেছেন পেনাল্টি থেকে। প্রথমার্ধ ব্রাজিল শেষ করেছে ৩-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে দ্রুতই উরুগুয়ে ব্যবধান কমাতে পেরেছে ব্রাজিলের সৌজন্যে। ৫১ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার ইসা হাস করেন আত্মঘাতী গোল।

ব্রাজিলের থেকে উপহার পেয়েও অবশ্য কোনো লাভ হয়নি উরুগুয়ের। ৬৫ মিনিটে গুতিয়েরেস করেন নিজের দ্বিতীয় গোল। এটা ম্যাচে ব্রাজিলের চতুর্থ গোল। ৮৬ মিনিটে ব্রাজিলের পঞ্চম গোল করেন দুদিনিয়া। ৫-১ গোলের জয়ে ২০২৫ কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা করে নিয়েছে ব্রাজিল।

নিজেদের ইতিহাসে নবম কোপা আমেরিকার শিরোপা জিততে ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় ২ আগস্ট রাত ৩টায় কুইটোর রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিল-কলম্বিয়া শিরোপা নির্ধারণী ম্যাচ। অন্যদিকে উরুগুয়েকে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। কুইটোতে ২ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে আর্জেন্টিনা-উরুগুয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। নারী কোপা আমেরিকায় ২০০৬ সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনা শিরোপা জিতেছিল ব্রাজিলকে হারিয়ে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button