শিরোনাম
পেহেলগামের ঘটনা ভুলে গেলে কি চলবে, প্রশ্ন ভারতীয় ক্রিকেটারেরপিএসসি-দুদক-সিএজি ও ন্যায়পাল নিয়োগের বিধান থাকবে সংবিধানে, সিদ্ধান্ত কমিশনেরটানা সপ্তাহখানেক বৃষ্টি থাকবেমিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচনবৃক্ষরোপণ—সবুজে আঁকা ইবাদতের ছবিডিবির হারুনকে ‘জিন’ ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী: সাবেক আইজিপির জবানবন্দিবাঙ্গালী নদীতে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারহাওরে মাছ ধরার সময় বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যুসেপটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যুহাসিনা আমলের নির্যাতনের অবসান হলেও রাজনৈতিক প্রতিপক্ষ দমন, বিচারবহির্ভূত গ্রেপ্তার অব্যাহত: এইচআরডব্লিউ

যে কারণে শেষ টেস্টের অধিনায়ক বদল ইংল্যান্ডের

যে কারণে শেষ টেস্টের অধিনায়ক বদল ইংল্যান্ডের

ওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

কাঁধের পেশির চোটে ভুগছেন স্টোকস। ইসিবির চিকিৎসা বিভাগের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষার পর গ্রেড-থ্রি চোট বলা হয়েছে। যেটা বেশ গুরুতর চোটই বলা যায়। স্টোকসকে দ্রুত সময়ে বোলিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনাও কম।

চতুর্থ টেস্টের দল থেকে ইংল্যান্ড একাদশে এনেছে ৪টি পরিবর্তন। সুযোগ পেয়েছেন জ্যাকব বেথেল, গাস আটকিনসন, জেমি ওভারটন ও জশ টাং। জফরা আর্চার ও ব্রাইডন কার্সকে টানা খেলার ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে, আর লিয়াম ডসনকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। স্পিন বিভাগে থাকছেন কেবল বেথেল ও জো রুট। দলের পেস আক্রমণ তুলনামূলক অনভিজ্ঞ হলেও নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিস ওকস। দলের বাকি তিন পেসার মিলে খেলেছেন কেবল ১৮টি টেস্ট।

স্টোকস বুধবার সকালে ওভালে পৌঁছান এবং ব্যাটার হিসেবে খেলার পরিকল্পনাও করেন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও মেডিকেল টিমের সঙ্গে আলোচনার পর কিছু সময় একা চুপচাপ বসে থাকেন। তারপর খেলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। চোট প্রসঙ্গে স্টোকস বলেন, ‘আঘাত আরও গুরুতর হওয়ার ঝুঁকি অনেক বেশি (খেললে)। এটা খুবই হতাশাজনক (খেলতে না পারা)।’

ইংল্যান্ড বোর্ড সরাসরি আঘাতের ধরন সম্পর্কে জানায়নি, তবে বোঝা যাচ্ছে এটি গ্রেড-থ্রি ধরনের পেশির টান, যার জন্য অন্তত ছয় সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন। তিনি এই গ্রীষ্মে আর কোনো ম্যাচ খেলবেন না এবং আগামী ২১ নভেম্বর অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অ্যাশেজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।

ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে স্টোকস ১১ ওভার বল করেছিলেন, প্রতি স্পেলে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিলেন, কাঁধ চেপে ধরছিলেন। পরদিন সকালে উঠে তার ব্যথা আরও বেড়ে যায়, স্ক্যান রিপোর্টে বড় ধরনের পেশি ছিঁড়ে যাওয়ার প্রমাণ মেলে। টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি ওভার বোলিং করেছেন এই সিরিজে। ১৪০ ওভার বোলিং করেছেন ৪ টেস্টে। ব্যাটিং-বোলিংয়ে অবদান রেখে দুই ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।

নিজেদের নিবেদন নিয়ে স্টোকস বলেন, ‘আমি মাঠে নামলে সব উজাড় করে খেলি। ইংল্যান্ডের জার্সি গায়ে দেওয়া, দলের জন্য লড়াই করা, জেতার মানসিকতা—এটাই আমার কাছে সবকিছু।’

পঞ্চম টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস আটকিনসন, জেমি ওভারটন ও জশ টাং।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button