শিরোনাম
গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় ১২০০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলাওভারটেক করতে গিয়ে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহতবাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে হংকং ভিত্তিক হানডাক্যাটি পেরির সঙ্গে ডিনার ডেটে জাস্টিন ট্রুডো, সম্পর্কের গুঞ্জনটাকার জন্য রাবি ভিসির সুপারিশ নিয়ে ২১ প্রতিষ্ঠানে চিঠি সাবেক সমন্বয়কেরচট্টগ্রামে বিএনপির ৫ নেতাকে বহিষ্কারলালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশিখালেদা, তারেক ও ফখরুলকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কারসালাহ উদ্দীনকে সাকিবের প্রশ্ন, স্যার কি টেনশনে পড়ে গেছেন

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে মাছধরা ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে মাছধরা ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ

Ajker Patrika

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে মাছধরা ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৩: ০৮

Photo

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে মাছধরার ট্রলার ডুবে চার দিন ভেসে থাকার পর উদ্ধার জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। গত শুক্রবারের ওই ঘটনার পর চার দিন ধরে সমুদ্রে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

কূলে নিয়ে আসা অসুস্থ জেলেদের গতকাল সোমবার দিবাগত রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যান। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের আঘাতে তাঁদের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাঁদের কাছ থেকে একজন হারিয়ে যান। তাঁরা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও পাঁচজন হারিয়ে যান। পরে তাঁরা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে গতকাল রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত শনিবার ট্রলারের মালিক কিশোর হাওলাদার ট্রলার ডুবে জেলে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা নিখোঁজ ছয় জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button