শিরোনাম
জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীনগাছে ঝুলিয়ে কুকুর পিটিয়ে হত্যামাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল খামারিরচট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ক্রিম জব্দওভালে মাঠকর্মীর সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি গম্ভীরেরওসির বিরুদ্ধে ছেলেকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে অঝোরে কাঁদলেন মাঠিকাদার অফিসে ডাকাতি, সাড়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ১০ আগস্ট জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা দেবে ইসি, ৪৫ লাখ নতুন মুখবেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৯জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে: শাকিল উজ্জামান

সংখ্যা বাড়লেও বাঘের অস্তিত্ব এখনো ঝুঁকিতে

সংখ্যা বাড়লেও বাঘের অস্তিত্ব এখনো ঝুঁকিতে

সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। তবে এখনো তাদের অস্তিত্ব ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন, খাদ্য কমে যাওয়া, শিকারিদের অপতৎপরতা ও যথাযথ সুরক্ষা না থাকায় এমন পরিস্থিতি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় ‘বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৯ জুলাই পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন, মানব সৃষ্টসহ নানা কারণে আশঙ্কাজনক হারে কমছিল বাঘের সংখ্যা। ২০০৪ সালে যেখানে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি, সেখানে ২০১৫ সালে অর্থাৎ ১১ বছরে কমে দাঁড়ায় ১০৬টিতে। এই অবস্থায় নড়েচড়ে বসে বন বিভাগ, উদ্যোগ নেওয়া হয় ঝুঁকি কমিয়ে বাঘের সংখ্যা বাড়ানোর। ২০১৮ সালের জরিপে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৪। ২০২৪ সালের জরিপে এই সংখ্যা ১২৫টি নির্ধারিত হয়েছে। তবে এর বাইরে রয়েছে, শাবক ও মৃত বাঘের সংখ্যা, যা তালিকায় আসেনি। সূত্র আরও জানায়, ২০১৮-২৪ পর্যন্ত বনে মারা যায় ৯টি বাঘ। এ ছাড়া ২০১৮-২৪ পর্যন্ত ২টি বাঘের চামড়া উদ্ধার করা হয়।

সুন্দরবন একাডেমির পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশকারী শিকারিদের কারণে বাঘের জীবন বিপন্ন হয়ে উঠেছে। এই শিকারিদের চিহ্নিত করে সুন্দরবনের নিরাপত্তার ওপর বিশেষ নজর দিতে হবে।

এদিকে বাঘ দিবস উপলক্ষে খুলনা বন বিভাগের চারটি রেঞ্জে কর্মসূচির আয়োজন করা হয়েছে। বন সংরক্ষক ইমরান জানান, মঙ্গলবার সকাল ১০টায় খুলনার দুটি রেঞ্জে এবং বেলা ২টায় সাতক্ষীরার দুটি রেঞ্জে বাঘ সুরক্ষায় জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকায় কেন্দ্রীয়ভাবে অনুরূপ কর্মসূচি পালিত হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button