শিরোনাম
নির্বাচনের আগে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার, প্রশাসনে হবে রদবদলটেসলার কাছে চিপ বেচবে স্যামসাং, ১৬৫০ কোটি ডলারের চুক্তিজম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৩ধর্ষণ কাণ্ড রফাদফার কথা বলে লাখ টাকা নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধেস্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়নসাতক্ষীরা জেলা পরিষদের স্ট্রোনোগ্রাফারকে ৭ বছরের কারাদণ্ডহেলপারের হাতে ট্রাক, দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে প্রাণ গেল চালকেরস্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন সভাপতি কাইয়ুম ও সম্পাদক ফারদিনতুরস্কে ভূমিকম্পে প্রাণহানি কমানো যেত, ব্যর্থতা স্বীকার করল গুগলন্যায়পরায়ণ শাসক পরকালে যে পুরস্কার পাবেন

ঢাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে সারা দিন, কমবে তাপমাত্রা

ঢাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে সারা দিন, কমবে তাপমাত্রা

গতকাল সন্ধ্যা থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে ঢাকায়। আজও সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিনই এমন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ দিনের তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯৮ শতাংশ।

এদিকে গতকাল মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল অঞ্চলটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫০ মিলিমিটার।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button