ওভালে মাঠকর্মীর সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি গম্ভীরের


অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও সুবিধা করতে পারছে না ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকেরা। ভারতের দায়িত্ব নেওয়ার পর কোচ গৌতম গম্ভীর অধীনে টেস্টে সেভাবে সুফল পাচ্ছে না ভারত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নভঙ্গ হয় তাদের। নতুন চক্রে প্রথম সিরিজে ইংলিশদের বিপক্ষে হারের শঙ্কায় তারা। দলের এমন পরিস্থিতিতে কোচ গম্ভীর তর্কে জড়ালেন মাঠকর্মীর সঙ্গে!
আগামী পরশু থেকে ওভালে শুরু হবে ভারত-ইংল্যান্ডের শেষ টেস্ট। সেখানে সারের এক মাঠকর্মীর সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। ক্রিকইনফোর প্রতিবেদন, ঘটনাটি ঘটেছে সারে কাউন্টির হোম গ্রাউন্ড ওভালে, যেখানে ভারতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচ চলছিল বা নেট সেশন চলছিল। সেই সময় গম্ভীর পিচ বা আউটফিল্ড সম্পর্কিত কোনো বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন, যা থেকে কথোপকথনের শুরু। পরে তা উত্তপ্ত বাক্য বিনিময়ে রূপ নেয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে গম্ভীরকে রীতিমতো রেগে গিয়ে মাঠকর্মীর সঙ্গে তর্ক করতে দেখা যায়। মাঠকর্মী পরিস্থিতি ঠান্ডা রাখার চেষ্টা করলেও গম্ভীর তার অসন্তোষ প্রকাশে পিছপা হননি। আরও আক্রমণাত্মক হন ভারতের কোচ।
এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা সারে কাউন্টি ক্লাব থেকে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই ঘটনা গম্ভীরের আগের কয়েকটি বিতর্কিত আচরণের ধারাবাহিক বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। তবে কিছু সমর্থক বলছেন, হয়তো কোচ হিসেবে মাঠের মান নিয়ে উদ্বেগ জানানোই ছিল তার উদ্দেশ্য—যা কিছুটা তীব্র ভাষায় প্রকাশ পেয়েছে মাত্র।