শিরোনাম
গাছে ঝুলিয়ে কুকুর পিটিয়ে হত্যামাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল খামারিরচট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ক্রিম জব্দওভালে মাঠকর্মীর সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি গম্ভীরেরওসির বিরুদ্ধে ছেলেকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে অঝোরে কাঁদলেন মাঠিকাদার অফিসে ডাকাতি, সাড়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ১০ আগস্ট জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা দেবে ইসি, ৪৫ লাখ নতুন মুখবেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৯জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে: শাকিল উজ্জামানগাইবান্ধায় অবৈধ চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নটর ডেম কলেজে ভর্তির আবেদন শুরু

নটর ডেম কলেজে ভর্তির আবেদন শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কলেজের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের (ndc.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।

কলেজ অধ্যক্ষ ডা. ফাদার হেমন্তো পিয়াস রোজারিও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপ্রক্রিয়ায় অংশ নিতে বিকাশের মাধ্যমে ৪০০ টাকা ভর্তি পরীক্ষা ফি পরিশোধ করতে হবে, যা ফেরতযোগ্য নয়। এবার মোট আসনসংখ্যা ৩ হাজার ২৯০টি।

এর মধ্যে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০, ইংরেজি ভার্সনে ৩২০, মানবিকে ৪১০ এবং ব্যবসায় শিক্ষায় ৭৫০টি আসন রাখা হয়েছে। আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময় প্রবেশপত্রেই উল্লেখ থাকবে। লিখিত পরীক্ষার পর মেধাক্রম ও জিপিএ বিবেচনায় মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হবে। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button