নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত


নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের কলেজ স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাটকামুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ কলেজ স্টেশন এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা একপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।
নিহত হেনা বেগমের ছেলে হাবিবুর রহমান (২০) বলেন, তাঁর মা কলেজ স্টেশন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। লাইনের ওপর দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে নিহত হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সৈয়দপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।