শিরোনাম
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: পার্লামেন্টে জয়শঙ্করআগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠিকঙ্গো-রুয়ান্ডার শান্তি চুক্তির ফাঁকে খনিজ সম্পদ লুটের ধান্ধায় ট্রাম্পফারাজ করিমের ঘরের দরজায় ঝুলছে দুদকের নোটিশমুক্তিপণ নেওয়ার পরও ৩৫ জিম্মিকে হত্যা করল অপহরণকারীরাওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, দ্রুত সমাধান চাইলেন মোতোয়ালিরাসুন্দরগঞ্জে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দগণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজিরা আবার রাজপথে নামবে: মঞ্জুইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিতসাদিক খান ঘৃণ্য লোক, ভয়াবহ কাজ করছেন: ট্রাম্প

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের কলেজ স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম পাটকামুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ কলেজ স্টেশন এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা একপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহত হেনা বেগমের ছেলে হাবিবুর রহমান (২০) বলেন, তাঁর মা কলেজ স্টেশন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। লাইনের ওপর দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে নিহত হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সৈয়দপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button