শিরোনাম

চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে অনুসন্ধানে বাধা নেই: দুদক

চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে অনুসন্ধানে বাধা নেই: দুদক

Ajker Patrika

চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে অনুসন্ধানে বাধা নেই: দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৮: ০২

Photo

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অনুসন্ধানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। আজ সোমবার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন এ কথা বলেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। সেসব দুদক খতিয়ে দেখবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, ‘চাঁদাবাজির বিষয়টি দুদকের তফসিলভুক্ত নয়। তবে যদি কেউ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে থাকে সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। এই বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেই বিষয়ে অনুসন্ধান করতে আমাদের কোনো বাধা নেই।’

গত ২৬ জুলাই গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুর রাজ্জাক রিয়াদসহ ৫ জনকে আটক করে পুলিশ। ওই পাঁচজন হলেন— মো. রিয়াদ, মো. সিয়াম, মো. সাদাফ, মো. ইব্রাহীম ও মো. আমিনুল।

পরে সাংবাদিকদের পুলিশের তরফ থেকে জানানো হয়, ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ, অপুসহ কয়েকজন। শাম্মী আহমেদের স্বামী ১০ লাখ টাকা চাঁদাও দেন। পরে ২৬ জুলাই রাত আটটার দিকে চাঁদার বাকি টাকা আনতে গেলে, পুলিশ অভিযুক্তদের ঘটনাস্থল থেকে আটক করে।

গতকাল চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় গুলশান থানা-পুলিশ। শুনানি শেষে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন এবং মামলার তদন্ত চলছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button