শিরোনাম

ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

Ajker Patrika

ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২৩: ২৯

Photo

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার (২৮ জুলাই) কোটচাঁদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই।

অভিযুক্ত যুবকের নাম রুস্তম আলী (৩০)। তিনি বিবাহিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই কিশোরী নিজের ঘরে একা ঘুমিয়ে ছিল। এ সময় প্রতিবেশী রুস্তম আলী ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর রুস্তমের হাতে থাকা ধারালো ছুরি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে রুস্তম পালিয়ে যান।

বিষয়টি নিয়ে আজ ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন।

রুস্তম আলী কোটচাঁদপুর রেলস্টেশনপাড়ার খোরশেদ আলীর ছেলে।

ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) অপু বিশ্বাস।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button