শিরোনাম
শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ‘চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই’নির্বাচিত প্রতিনিধি না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে না: আমীর খসরুডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯স্কুলছাত্রীর আত্মহত্যা, বাবা-মায়ের বিরুদ্ধে মামলাগ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, এলাকাবাসীর বিক্ষোভশিশুকে কুপ্রস্তাব দেওয়ায় ভ্যানচালককে পুলিশে দিল জনতাজলবায়ু সংকটে মধ্যপ্রাচ্যে যেভাবে উদ্বাস্তু হচ্ছে লাখ লাখ মানুষ১০ ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীগুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ: পুলিশ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটিতে বৃত্তি

অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটিতে বৃত্তি

অস্ট্রেলিয়ায় রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) বৃত্তি-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তিটির আওতায় দেশটির কার্টিন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আরটিপি বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।

কার্টিন ইউনিভার্সিটি দেশটির পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার বেন্টলিতে অবস্থিত। কার্টিন পশ্চিম অস্ট্রেলিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০। বিশ্ববিদ্যালয়টিতে আধুনিক ল্যাব, লাইব্রেরি, ক্রীড়া সুবিধা এবং অন্যান্য আরও সুযোগ-সুবিধা রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি সহায়ক পরিবেশ তৈরি করে।

সুযোগ-সুবিধা

সম্পূর্ণ অর্থায়িত রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) বৃত্তির আওতায় বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা এসব সুযোগ-সুবিধার আওতায় থাকবেন। এগুলো যথাক্রমে নির্বাচিতদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। জীবনযাত্রার জন্য উপবৃত্তি ব্যবস্থা রয়েছে। এ ছাড়া দেশটিতে ভ্রমণভাতার ব্যবস্থাও থাকবে।

আবেদনের যোগ্যতা

বৃত্তি আন্তর্জাতিক এবং দেশীয় উভয় ধরনের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বৃত্তিটির জন্য যোগ্য হতে আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আরটিপি বৃত্তির জন্য আবেদন করার আগে সুপারভাইজারের কাছ থেকে আমন্ত্রণপত্র পেতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইন আবেদনপত্র, একাডেমিক/বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট, ব্যক্তিগত বিবৃতি বা প্রেরণাপত্র, ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র, সুপারিশপত্র, গবেষণা বিবৃতি, বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের কপি এবং সিভি বা জীবনবৃত্তান্ত।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব কমার্স, মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস, মাস্টার অব ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি, মাস্টার অব অ্যাপ্লায়েড সাইকোলজিসহ আরও অনেক বিষয়। এ ছাড়া গবেষণা ডিগ্রির মধ্যে রয়েছে মাস্টার অব ফিলোসফি ও ডক্টর অব ফিলোসফি।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ৩১ অক্টোবর, ২০২৫।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button