[ad_1]
অস্ট্রেলিয়ায় রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) বৃত্তি-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তিটির আওতায় দেশটির কার্টিন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আরটিপি বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
কার্টিন ইউনিভার্সিটি দেশটির পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার বেন্টলিতে অবস্থিত। কার্টিন পশ্চিম অস্ট্রেলিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০। বিশ্ববিদ্যালয়টিতে আধুনিক ল্যাব, লাইব্রেরি, ক্রীড়া সুবিধা এবং অন্যান্য আরও সুযোগ-সুবিধা রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি সহায়ক পরিবেশ তৈরি করে।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ অর্থায়িত রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) বৃত্তির আওতায় বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা এসব সুযোগ-সুবিধার আওতায় থাকবেন। এগুলো যথাক্রমে নির্বাচিতদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। জীবনযাত্রার জন্য উপবৃত্তি ব্যবস্থা রয়েছে। এ ছাড়া দেশটিতে ভ্রমণভাতার ব্যবস্থাও থাকবে।
আবেদনের যোগ্যতা
বৃত্তি আন্তর্জাতিক এবং দেশীয় উভয় ধরনের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বৃত্তিটির জন্য যোগ্য হতে আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আরটিপি বৃত্তির জন্য আবেদন করার আগে সুপারভাইজারের কাছ থেকে আমন্ত্রণপত্র পেতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন আবেদনপত্র, একাডেমিক/বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট, ব্যক্তিগত বিবৃতি বা প্রেরণাপত্র, ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র, সুপারিশপত্র, গবেষণা বিবৃতি, বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের কপি এবং সিভি বা জীবনবৃত্তান্ত।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব কমার্স, মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস, মাস্টার অব ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি, মাস্টার অব অ্যাপ্লায়েড সাইকোলজিসহ আরও অনেক বিষয়। এ ছাড়া গবেষণা ডিগ্রির মধ্যে রয়েছে মাস্টার অব ফিলোসফি ও ডক্টর অব ফিলোসফি।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
আগামী ৩১ অক্টোবর, ২০২৫।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]