শিরোনাম
চামুরখানে ডিএনসিসির নতুন কবরস্থান উদ্বোধনসরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে থাকবে পাসপোর্ট নম্বরআগামী নির্বাচনে ৫ শতাংশ আসনে নারী প্রার্থী বাধ্যতামূলক চায় বিএনপি৪৪ বছরে ঢাকার জলাধার বিলুপ্ত ৬০ শতাংশ, তাপমাত্রা বেড়েছে সর্বোচ্চ ৫ ডিগ্রিপ্রবাসী ভোটার নিবন্ধন দ্রুত শুরুর তাগিদ এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সেরবাংলাদেশে এসে মনে হচ্ছে ইরানেই আছি, বলছেন ফুটসাল কোচমৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে এনসিপি সমর্থন দেবে না: নাহিদ ইসলামবাবরকে জড়িয়ে নাসীরুদ্দিন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভসংঘাতের ৪ দিন পর মালয়েশিয়ায় আলোচনায় বসছে থাইল্যান্ড ও কম্বোডিয়াপুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি

‘চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই’

‘চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই’

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)-কে কিছু সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি বলে দাবি করা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, আজ ২৭ জুলাই বিভিন্ন গণমাধ্যমে (টিভি, অনলাইন, সোশ্যাল মিডিয়া, প্রভৃতি) ‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।

সংবাদটি সর্বৈব মিথ্যা এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই। মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বহন করবে। এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে একই সঙ্গে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ করার আগে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই এবং আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার জন্য গণমাধ্যমসমূহকে অনুরোধ করা যাচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button