শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবারসিনেমা হল নোংরা করার অভিযোগ, যুক্তরাজ্যে মাঝপথে বন্ধ হল তেলুগু সিনেমা

ছেড়েছেন স্মার্টফোন, শুধু ই-মেইলে থাকতে চান ফাহাদ ফাসিল

ছেড়েছেন স্মার্টফোন, শুধু ই-মেইলে থাকতে চান ফাহাদ ফাসিল

Ajker Patrika

ছেড়েছেন স্মার্টফোন, শুধু ই-মেইলে থাকতে চান ফাহাদ ফাসিল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২০: ২৭

Photo

ফাহাদ ফাসিল। ছবি: সংগৃহীত

শুধু ভালো অভিনেতা নন, নিজের অনাড়ম্বর জীবনযাপনের জন্যও দর্শকদের কাছে পরিচিত ফাহাদ ফাসিল। সম্প্রতি এই মালয়ালম অভিনেতার বাটন ফোন নিয়ে বেশ আলোচনা হয়। ২৫ জুলাই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মারিসান’। মুক্তি উপলক্ষে গত সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফাহাদ ফাসিল। ওই সময় তাঁকে একটি ফিচার ফোন ব্যবহার করতে দেখা যায়।

সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। অভিনেতা বলেন, ‘এক বছর ধরে আমি ডাম্ব ফোন ব্যবহার করছি। আমার পরিকল্পনা হচ্ছে, আগামী দুই বছরের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা ছেড়ে দেওয়া। শুধু ই-মেইলেই পাওয়া যাবে আমাকে। আমার স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। যদিও আমি নিশ্চিত নই, এটা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না!’

ফাহাদ ফাসিল জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহার না করলেও তিনি ইন্টারনেট থেকে একেবারেই দূরে নন। প্রয়োজন হলে কম্পিউটার কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করেন। তবে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় তিনি নেই। অভিনেতা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক আগে ছিলাম। তখনো আমি এটা খুব ভালো ব্যবহার করতে পারতাম না। কী পোস্ট করতে হবে, কী কমেন্ট করতে হবে—জানতাম না। তবে আমার ব্যক্তিগত জীবনযাপনের কিছু যেন পোস্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতাম।’

ফাহাদ ফাসিল এখন চেষ্টা করছেন সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে। নিজের জীবনকে রুটিনে আনার চেষ্টা করছেন, যাতে আরও বেশি কাজ করতে পারেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয় যেন তাঁর মনোযোগ কেড়ে নিতে না পারে। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার কারণে নতুন প্রজন্মের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় কি তিনি পান না? ফাহাদ ফাসিলের স্পষ্ট উত্তর, ‘যেদিন থেকে আমি খারাপ সিনেমা করা শুরু করব, শুধু তখনই আমি বিচ্ছিন্ন হয়ে পড়ব। অন্য কোনো কিছুই আমাকে দর্শকদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button