শিরোনাম

বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

Ajker Patrika

বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৭: ২১

Photo

অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।

ভারতের বিহারের বুদ্ধগয়ায় হোমগার্ডের (স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী) নিয়োগ পরীক্ষা দিতে গিয়েছিলেন ২৬ বছর বয়সী এক তরুণী। শারীরিক পরীক্ষার সময় জ্ঞান হারান তিনি। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বুদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ মাঠে হোমগার্ডের নিয়োগ প্রক্রিয়ার সময় শারীরিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে দৌড়ানোর সময় ওই নারী অজ্ঞান হয়ে পড়েন।

পরীক্ষা আয়োজকেরা দ্রুত তাঁকে সেখানে থাকা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে ওই নারী অভিযোগ করেন, অচেতন অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে।

তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনা তদন্তে দ্রুত বিশেষ তদন্ত দল (এসআইটি) ও ফরেনসিক টিম গঠন করা হয়। এফআইআর করার ঘণ্টাখানেকের মধ্যে অ্যাম্বুলেন্সচালক বিনয় কুমার এবং ভেতরে থাকা টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিসি ক্যামেরার ভিডিও দেখে অ্যাম্বুলেন্সটির গতিপথ ও সময়কাল সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সংসদ সদস্য চিরাগ পাসোয়ান। তিনি বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে রাজ্য পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি এনডিটিভিকে বলেন, ‘আমি দুঃখিত, আমি এমন এক সরকারকে সমর্থন দিচ্ছি, যার আমলে অপরাধ ভয়াবহ আকার নিয়েছে। এটি নিয়ন্ত্রণ করা জরুরি; না হলে পরিণতি ভয়াবহ হবে। এখানে মানুষের জীবনের সঙ্গে খেলা করা হচ্ছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button