শিরোনাম
দ্য গার্ডিয়ানের নিবন্ধ /দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে‘এদের শেকড় অনেক গভীরে’, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি প্রসঙ্গে উমামাশ্যাম্পু করার সঠিক নিয়ম মানলে চুলে দুর্গন্ধ হবে নাগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সাংবাদিকসহ আহত ১০জনবল নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড লিমিটেডভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ গেল বিষধর গোখরোরযুব উন্নয়ন ইনস্টিটিউটে ১১ পদে চাকরির সুযোগএনভিডিয়াকে টেক্কা দিতে এআইভিত্তিক কম্পিউটিং সিস্টেম আনল চীনের হুয়াওয়েভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী: গ্রেপ্তার ৩ আসামির স্বীকারোক্তিকৃষি গবেষণা ইনস্টিটিউটে ৯৭ জনের চাকরি

বন বিভাগের কাঠ ভারতে পাচারকালে আটক ৫

বন বিভাগের কাঠ ভারতে পাচারকালে আটক ৫

নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে বন বিভাগের আকাশমণিগাছের কাঠ ভারতে পাচারের সময় গাছসহ ৫ যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার চকহরিহরপুর এলাকার দীরেন চন্দ্র বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ (৩৫), রঘুনাথ বর্মণের ছেলে লিটন বর্মণ (২৮), নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেশ বর্মণ (৩২) সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)।

মোহাম্মদ ইকবাল বলেন, গতকাল শনিবার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার-২৬০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার আত্রাই নদের পশ্চিম পাড়ে অবস্থিত ফরেস্টের বাগান থেকে ৬২ দশমিক ৯৫ সিএফটি আকাশমণিগাছের কাঠ অবৈধভাবে ভারতে পাচারের সময় শিমুলতলি ব্রিজের কাছে ওই যুবকদের আটক করা হয়।

এ সময় কাঠ বহনকারী ইঞ্জিনচালিত একটি মেসি (ট্রাক্টর) জব্দ করা হয়েছে। পরে মেসিসহ আটক ব্যক্তিদের মামলা করার মধ্য দিয়ে ধামইরহাট থানায় হস্তান্তর এবং আকাশমণিগাছের কাঠ ধামইরহাট বনবিট অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির উদ্ধার করা ২৫টি গাছের লট বনবিট হেফাজতে নেওয়া হয়েছে। আসামি এবং গাড়ি মামলা করার মধ্য দিয়ে থানা হেফাজতে রয়েছে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, আসামিদের বন বিভাগ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এবং যত দ্রুত সম্ভব আসামিদের কোর্ট হাজতে পাঠানো হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button