শিরোনাম
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুদকপুরোনো গাড়ির মেয়াদ বাড়ানোর দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি‘প্রথমেই দেখি এক শিশুর ছিন্নভিন্ন দেহ’, এক শিক্ষার্থীর বয়ানে মাইলস্টোনের বিভীষিকাড. ইউনূসের মানহানি মামলা খারিজের রায় বহালদেশে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফায় ধসজোয়ারের পানিতে তলিয়ে গেছে কুতুবদিয়ার বিভিন্ন এলাকাঢাকার মাদ্রাসা-ই-আলিয়ায় অস্থায়ী আদালত অপসারণ ও হলের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদনাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে পাথরঘাটা পৌরসভা ঘেরাওপ্রথম শতভাগ কার্যকর এইচআইভির ওষুধ, অনুমোদন দিল যুক্তরাষ্ট্রকুপিয়ে স্বামীকে হত্যা, ভারতে পালানোর চেষ্টায় ছিলেন পাপিয়া

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ গেল বিষধর গোখরোর

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ গেল বিষধর গোখরোর

সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরোকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতেই সম্ভব বলে মনে হতো!

শিশুর পরিবারের লোকজন জানান, ছোট্ট গোবিন্দ কুমার ঘরে খেলছিল। খেলতে খেলতে কোথা থেকে যেন একটি গোখরো সাপ এসে পড়ে সামনে। অন্য কোনো বাচ্চা হলে হয়তো কেঁদে উঠত, কিন্তু গোবিন্দ সাহসী—সে ভয় না পেয়ে সাপটিকে তুলে নেয় মুখে। তারপর? মুখে নিয়ে কামড়ানো শুরু করে!

ঠিক তখনই ঘরে ঢোকেন শিশুটির দাদি। চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি তো প্রায় অজ্ঞান! তাঁর চিৎকারে সবাই দৌড়ে আসে। দেখা যায়—বাচ্চা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর পাশেই নিথর হয়ে পড়ে আছে সেই বিষধর গোখরো!

বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পাঠানো হয় বেড়িয়া শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের সুপার ডা. দুবাকান্ত মিশ্র বলেন, ‘শিশুটিকে আমাদের কাছে পাঠানো হয়েছে পর্যবেক্ষণের জন্য। এখনো পর্যন্ত তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি, তবে আমরা সতর্ক রয়েছি।’

দুবাকান্ত আরও বলেন, ‘পরিবারের ভাষ্যমতে, গোবিন্দ নিজেই সাপটিকে হাতে তুলে নেয় এবং এক কামড়েই সেটিকে মেরে ফেলে। এটা সত্যিই অবাক করার মতো ঘটনা।’

এদিকে ঘটনার পর গোটা এলাকা জুড়ে চলছে একটাই আলোচনা, ‘গোবিন্দ আমাদের হিরো!’ কেউ বলছেন, ‘বিহারের বাস্তব নাগিন পাওয়া গেছে’ তবে আশ্চর্যের বিষয় হলো—তিনি মানুষ, তাও এক বছরের শিশু! স্থানীয় এক বাসিন্দার মন্তব্য, ‘ছোট্ট ছেলেটা যা করল, তা বলিউডের সিনেমাকেও হার মানায়! ওকে এখনই সিনেমায় নেওয়া উচিত!’

সাপ মারার এমন অভিনব কায়দা দেখে চিকিৎসকরাও অবাক! যদিও তাঁরা স্পষ্ট করেছেন, এই ঘটনা পুনরাবৃত্তি যেন কেউ না করে, সাপ কোনো খেলার বস্তু নয়। তবে গোবিন্দ কুমার আপাতত হাসপাতালে সুস্থ রয়েছে এবং পর্যবেক্ষণে আছে। আর গ্রামে? সেখানে এখন গোবিন্দ মানেই ‘সর্পজয়ী’ এক মহাবীর!



আরও দেখান
Back to top button