শিরোনাম
ভূতের ভয় কাটানো সম্ভব, তবে যে দুই ভয় জন্মগতগুলিস্তানে ট্রাকের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা কিশোর নিহতগোপালগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলামাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টাখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১সৈয়দপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, খুনি গ্রেপ্তারগ্রিন ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী স্ট্র্যাটেজিক সামিট অনুষ্ঠিতমাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কীহালুয়াঘাটে ৬ ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানাবিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

ভুল ট্রেনে উঠে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩

ভুল ট্রেনে উঠে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল রেলস্টেশনে এক নারীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৬ জুলাই) সকালে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে সদর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রেলস্টেশনের ঘারিন্দা এলাকার সজীব, দুলাল ও রূপ মিয়া। এর মধ্যে রূপ মিয়া একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। ধর্ষণের শিকার ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুল করে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেসে ওঠেন। পরে টাঙ্গাইল রেলস্টেশনে আসার পর ট্রেনের যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই স্টেশনে নেমে যান।

এ সময় স্টেশনে থাকা পুলিশের কাছে ঢাকা যাওয়ার বিষয়ে জানার পর পুলিশ তাঁকে জানায় যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় যাওয়া যাবে। পরে পুলিশ ওই নারীকে ট্রেনে উঠিয়ে দেয়। এ সময় কৌশলে ওই তিন যুবক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন-সংলগ্ন এলাকার বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

এরপর রূপ মিয়ার বাড়িতে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়। ঘটনার পর আজ শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনার বিস্তারিত জানান।

পরে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরে সদর থানা-পুলিশের কাছে তাঁদেরকে হস্তান্তর করা হয়েছে। আটকের পর তাঁরা ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button