শিরোনাম
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুদকপুরোনো গাড়ির মেয়াদ বাড়ানোর দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি‘প্রথমেই দেখি এক শিশুর ছিন্নভিন্ন দেহ’, এক শিক্ষার্থীর বয়ানে মাইলস্টোনের বিভীষিকাড. ইউনূসের মানহানি মামলা খারিজের রায় বহালদেশে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফায় ধসজোয়ারের পানিতে তলিয়ে গেছে কুতুবদিয়ার বিভিন্ন এলাকাঢাকার মাদ্রাসা-ই-আলিয়ায় অস্থায়ী আদালত অপসারণ ও হলের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদনাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে পাথরঘাটা পৌরসভা ঘেরাওপ্রথম শতভাগ কার্যকর এইচআইভির ওষুধ, অনুমোদন দিল যুক্তরাষ্ট্রকুপিয়ে স্বামীকে হত্যা, ভারতে পালানোর চেষ্টায় ছিলেন পাপিয়া

এনভিডিয়াকে টেক্কা দিতে এআইভিত্তিক কম্পিউটিং সিস্টেম আনল চীনের হুয়াওয়ে

এনভিডিয়াকে টেক্কা দিতে এআইভিত্তিক কম্পিউটিং সিস্টেম আনল চীনের হুয়াওয়ে

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং সিস্টেম উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এই প্রযুক্তি মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার সবচেয়ে উন্নত সিস্টেমকেও টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গতকাল শনিবার সাংহাইয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে (ডব্লিউএআইসি) প্রথমবারের মতো জনসমক্ষে উন্মোচিত হয় ‘ক্লাউডম্যাট্রিকস ৩৮৪’ নামের এই ব্যবস্থা। সেখানে হুয়াওয়ের বুথে এটি দেখতে উপচে পড়া ভিড় দেখা যায়।

চলতি বছরের এপ্রিলেই হুয়াওয়ে প্রথম এই সিস্টেমের ঘোষণা দিয়েছিল। তখন থেকেই এটি বৈশ্বিক এআই খাতের বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করে। বিশ্লেষকেরা এটিকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার ‘GB 200 NVL 72’ সিস্টেমের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। এনভিডিয়ার GB 200 NVL 72–ই এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী এআই সিস্টেম হিসেবে বাজারে রয়েছে।

সেমিকন্ডাক্টর গবেষণা সংস্থা সেমিঅ্যানালাইসিসের প্রতিষ্ঠাতা ডিলান প্যাটেল গত এপ্রিল মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, হুয়াওয়ে এখন এমন একটি এআই সিস্টেম তৈরি করেছে, যা এনভিডিয়াকে হার মানাতে পারে।

তবে হুয়াওয়ের বুথে কর্মীরা ‘ক্লাউডম্যাট্রিকস ৩৮৪’ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও কোনো প্রশ্নের জবাব দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের মুখে পড়া সত্ত্বেও হুয়াওয়ে এখন চীনের সবচেয়ে সম্ভাবনাময় দেশীয় এআই চিপ সরবরাহকারী হিসেবে পরিচিত। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং মে মাসে ব্লুমবার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হুয়াওয়ে ‘খুব দ্রুত এগিয়ে যাচ্ছে’ এবং উদাহরণ হিসেবে ‘ক্লাউডম্যাট্রিকস’–এর কথা উল্লেখ করেন।

সেমিঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, হুয়াওয়ের এই সিস্টেমে রয়েছে ৩৮৪টি সর্বশেষ ‘৯১০ সি’ চিপ, যেখানে এনভিডিয়ার ‘GB 200 NVL 72’ সিস্টেমে ব্যবহার হয়েছে ৭২টি ‘বি ২০০’ চিপ। নির্দিষ্ট কিছু মানদণ্ডে হুয়াওয়ের সিস্টেমটি এনভিডিয়াকে ছাড়িয়ে গেছে।

যদিও হুয়াওয়ের চিপগুলো এককভাবে এনভিডিয়ার তুলনায় কম শক্তিশালী, তবে প্রতিষ্ঠানটির উন্নত নকশার জন্য সিস্টেমটিকে শক্তিশালী করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেমিঅ্যানালাইসিস। একাধিক চিপকে একত্রে যুক্ত করে কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে হুয়াওয়ে নজরকাড়া অগ্রগতি দেখিয়েছে।

হুয়াওয়ে বলছে, তাদের ব্যবহৃত ‘সুপারনোড’ স্থাপত্যে চিপগুলোর মধ্যে অতি দ্রুত গতিতে সংযোগ স্থাপন সম্ভব, যা সিস্টেমের পারফরম্যান্স বাড়িয়ে দেয়। জুন মাসে হুয়াওয়ে ক্লাউডের প্রধান নির্বাহী ঝ্যাং পিংআন জানান, ক্লাউডম্যাট্রিকস ৩৮৪ ইতিমধ্যে হুয়াওয়ে ক্লাউড প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কাজ করছে।

তথ্যসূত্র: রয়টার্স



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button