শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

আমির-অক্ষয়দের ছাড়িয়ে গেলেন নবাগত আহান, ২০০ কোটির পথে ‘সায়ারা’

আমির-অক্ষয়দের ছাড়িয়ে গেলেন নবাগত আহান, ২০০ কোটির পথে ‘সায়ারা’

পরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি।

অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে। সাকনিলকের প্রাথমিক অনুমান অনুযায়ী, অষ্টম দিনে ‘সায়ারা’ ১৭ দশমিক ৫ কোটি রুপি নিট আয় করেছে। এতে মোট আয় দাঁড়িয়েছে ১৯০ দশমিক ২৫ কোটি রুপি।

চলচ্চিত্রটি ইতিমধ্যেই আমির খানের ‘সিতারে জমিন পার’ (১৬৪ দশমিক ৭৪ কোটি রুপি), অজয় দেবগনের ‘রেইড ২’ (১৭৩ কোটি রুপি) এবং তারকাবহুল কমেডি ‘হাউসফুল ৫’ (১৮৩ কোটি রুপি)-এর আয়কে ছাড়িয়ে গেছে।

তবে অষ্টম দিনে দর্শক উপস্থিতির হারে সামান্য পতন দেখা গেছে। গড় উপস্থিতি ছিল ২৫ দশমিক ৬ শতাংশ। সকালের এবং দুপুরের শোতে যথাক্রমে ১৩ দশমিক ৬৯ শতাংশ এবং ২৩ দশমিক ৫৮ শতাংশ উপস্থিতি রেকর্ড করা হয়েছে, যেখানে সন্ধ্যা এবং রাতের শোতে উপস্থিতি বেশি ছিল—যথাক্রমে ২৫ দশমিক ৩৯ শতাংশ এবং ৩৯ দশমিক ৭২ শতাংশ।

‘সায়ারা’ এখন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ (১৮৮ কোটি রুপি), ‘ভুল ভুলাইয়া ২’ (১৮৪ কোটি রুপি), ‘বাজিরাও মাস্তানি’ (১৮৪ কোটি রুপি), ‘রইস’ (১৬৪ কোটি রুপি) এবং ‘ব্যাং ব্যাং!’ (১৭৪ কোটি রুপি)-সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল চলচ্চিত্রের আয়কে ছাড়িয়ে গেছে।

এই সিনেমার প্রচারের জন্য অত ঢাকঢোল পেটায়নি যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) এবং মোহিত সুরি। তাঁরা নবাগত আহান পাণ্ডে এবং আনিতকে মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রেখেছিলেন। এই কৌশল বেশ কাজে দিয়েছে, চলচ্চিত্রটি ঘিরে মানুষের কৌতূহল বেড়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button