শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ: সেই মায়ের দাফন সম্পন্ন

ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ: সেই মায়ের দাফন সম্পন্ন

Ajker Patrika

ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ: সেই মায়ের দাফন সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৭: ০২

Photo

ছেলে আফসান ওহির সঙ্গে মা আফসানা আক্তার প্রিয়ার ছবিটি এখন শুধুই স্মৃতি। ছবি: সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত আফসানা আক্তার প্রিয়ার (৩০) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামে তাঁর লাশ পৌঁছায়। পরে রাত ৩টার দিকে দাফন সম্পন্ন হয়।

আফসানা মেদী আশুলাই গ্রামের ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী। তাঁদের ছেলে আফসান ওহি (৯) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে। গত সোমবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ছেলে অক্ষতভাবে ফিরে এলেও নিখোঁজ হন আফসানা। ওদিন ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন তিনি। নিখোঁজের চার দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়।

আফসানার পরিবারের সদস্যরা জানান, ছেলে আফসান ওহি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র। অন্যান্য দিনের মতো সেই দুর্ঘটনার দিন দুপুরে ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন আফসানা। ছেলের ছুটির অপেক্ষায় তিনি অভিভাবকদের কক্ষে অবস্থান করছিলেন। স্কুলে ছুটির ঘণ্টা বাজলেই ছেলেকে নিয়ে বাসায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ বদলে গেল সবকিছু। ঠিক যেখানে তিনি বসে ছিলেন, তার খুব কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে সর্বগ্রাসী আগুন, চারপাশে ধোঁয়া আর কান্নার রোল। এ সময় অভিভাবকেরা তাঁদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন।

আফসানার দেবর হাসিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ভাবি ও ওহিকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মাকে কোথাও পাওয়া যায়নি। তিনি আরও জানান, গত মঙ্গলবার আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগম ঢাকার সিএমএইচে সিআইডির কাছে ডিএনএ নমুনা দিয়ে আসেন। পরে ডিএনএ পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। খবর পেয়ে গতকাল বিকালে লাশ আনতে সিএমএইচে যান স্বজনেরা। এদিন দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে আফসানার দাফন সম্পন্ন হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button