শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

গ্রামের বাড়িতে চিরনিদ্রায় ছোট্ট রাইসা মনি

গ্রামের বাড়িতে চিরনিদ্রায় ছোট্ট রাইসা মনি

Ajker Patrika

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: গ্রামের বাড়িতে চিরনিদ্রায় ছোট্ট রাইসা মনি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১১: ২২

Photo

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যাওয়া রাইসা মনির মরদেহ আজ শুক্রবার ভোরে গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় নিয়ে যান স্বজনেরা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ১১ বছরের রাইসা মনি। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে ভোরে রাইসা মনির লাশ নিয়ে বাড়িতে পৌঁছান তার স্বজনেরা। এ সময় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। রাইসা মনির মা-বাবার পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন স্বজন ও পাড়া-প্রতিবেশীরা।

নিহত রাইসা মনি বাজরা গ্রামের শাহাবুল-মিম দম্পতির কন্যা। রাইসার জন্মের দুই বছর আগে এই দম্পতির কোলজুড়ে আসে তার বড় বোন সিনথিয়া (১৩)। তাঁদের সবার ছোট ছেলে রাফসান শেখ (৪)।

রাইসা মনির বাবা শাহাবুল শেখ বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরদিন গত মঙ্গলবার ডিএনএ নমুনা সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ ল্যাবের সদস্যরা। নমুনাগুলো বিশ্লেষণ করে আমার মেয়ে রাইসা মনির মরদেহ শনাক্ত করার পর আমাদের কাছে হস্তান্তর করা হয়। রাতেই মেয়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার উদ্দেশে রওনা হই। বাড়িতে পৌঁছাতে ভোর হয়ে যায়। আজ (শুক্রবার) সকাল ৯টায় স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা গেছে, রাইসা মনির মা-বাবার ইচ্ছা ছিল ছেলে-মেয়েকে ভালো স্কুলে পড়ানোর। উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন। সেই লক্ষ্যে ভর্তি করেছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। রাইসা মনি তৃতীয় শ্রেণিতে পড়ত। একই স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে রাইসার বড় বোন সিনথিয়া।

গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ওবায়দুর রহমান বলেন, ‘রাইসা মনির অকালমৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকাহত। তার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এমন কোনো মানুষ নেই, যে তার জন্য কাঁদেনি।’

গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় শুক্রবার পর্যন্ত রাইসা মনিসহ ৩২ জন প্রাণ হারায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মোট ৫১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button