শিরোনাম
পদ হারালেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদেরসেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনওশিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধনবালিয়াডাঙ্গী বিএনপির ২ নেতা বহিষ্কারশুল্ক নিয়ে ওয়াশিংটনে তৃতীয় দফায় আলোচনায় বসছে বাংলাদেশগঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় ১২০০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলাওভারটেক করতে গিয়ে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহতবাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে হংকং ভিত্তিক হানডাক্যাটি পেরির সঙ্গে ডিনার ডেটে জাস্টিন ট্রুডো, সম্পর্কের গুঞ্জনটাকার জন্য রাবি ভিসির সুপারিশ নিয়ে ২১ প্রতিষ্ঠানে চিঠি সাবেক সমন্বয়কের

প্রাণিসম্পদ অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৯৮৭

প্রাণিসম্পদ অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৯৮৭

প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৯৮৭ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. তারেক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে সংযুক্তাকারে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কোনো কারণে সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ সংশোধনের অধিকার সংরক্ষণ করে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় যথাসময়ে প্রকাশ করা হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button