শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

বরিশালে আর এইচ স্টেপ আয়োজিত ‘আনলকিং ইউথ পটেনশিয়াল’ শীর্ষক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

বরিশালে আর এইচ স্টেপ আয়োজিত ‘আনলকিং ইউথ পটেনশিয়াল’ শীর্ষক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার, বরিশাল ।। তরুণ নেতৃত্ব, নারী স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতায় একযোগে কাজের অঙ্গীকার নিয়ে নারীর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের সচেতনতা এবং যুব নেতৃত্ব বিকাশে আরএইচস্টেপ-এর উদ্যোগে বরিশালের হোটেল সেডোনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ‘আনলকিং ইউথ পটেনশিয়াল (ইউ ওয়াই পি)’ শীর্ষক নেটওয়ার্কিং সভা। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি ছিল তথ্যবহুল, অন্তর্দৃষ্টিমূলক এবং উদ্দীপনাময়।

তরুণদের হাত ধরেই পরিবর্তনের সূচনা
‘আনলকিং ইউথ পটেনশিয়াল (ইউ ওয়াই পি)’ একটি যুবভিত্তিক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি যা বাস্তবায়ন করছে আরএইচস্টেপ (রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম) ও কেএসটিইডি, সুইডেন এর সহায়তায়।

বাংলাদেশের তরুণ ও কিশোরদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এস আর এইচ আর), নেতৃত্ব, মানবাধিকার ও সচেতনতা বাড়ানো এবং সমাজে ইতিবাচক সামাজিক পরিবর্তন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তারা।

প্রকল্পটির অধীনে কিশোরী, তরুণ, অভিভাবক ও কমিউনিটির সঙ্গে কাজ করে আরএইচস্টেপ যুব সমাজের মাঝে স্বাস্থ্য, অধিকার ও মর্যাদা বিষয়ে সচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করছে।

সভায় আরএইচস্টেপ-এর ৫০ বছরের কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরা হয়।
১৯৭২ সালে, গর্ভপাত আইন সীমিত থাকায় সরকার এমআর (মেনস্ট্রুয়াল রেগুলেশন) পদ্ধতি চালু করে নারীর স্বাস্থ্যঝুঁকি কমানোর পথ তৈরি করে।
১৯৭৪ পরীক্ষামূলকভাবে এমআর কার্যক্রম শুরু হয়, ১৯৭৭ জাতীয় পরিবার পরিকল্পনায় অন্তর্ভুক্ত তাদের,
১৯৮৩ এমআরটিএসপি গঠন ও ১৯৮৯ এনজিও হিসেবে যাত্রা করে ২০০২ আরএইচস্টেপ নামে পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করেন।

আজ আরএইচ স্টেপ কেবল একটি স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাই নয়, বরং এটি নারী অধিকার প্রতিষ্ঠার একটি সংগঠিত আন্দোলনের নাম।

বরিশালে আরএইচস্টেপ-এর সেবার পরিসংখ্যান উল্লেখযোগ্য
শেরে-ই-বাংলা মেডিকেল মডেল ফ্যামিলি ক্লিনিকে আরএইচস্টেপ-এর বার্ষিক কার্যক্রম।এমআর কাউন্সেলিং ও ৮৮০ জন নারী।ফ্যামিলি প্ল্যানিং ফলোআপ সহ কাউন্সেলিং ১১৪ জন,এএনসি (অ্যান্টিনেটাল কেয়ার)৬৬৬ জন,
কনট্রাসেপটিভ সেবা ২০০+ নারী,
স্ত্রীরোগ ও প্রসূতি চিকিৎসা ১১৮ জন,
প্যাপ স্মিয়ার টেস্ট ১১৩ জন,
আউটরিচ ও সচেতনতামূলক সেবা ৫০০০+ নারী ও কিশোরী।
মোট সেবা প্রদান করা হয়েছে ১০,৩১৭ জনকে।

আরএইচস্টেপ বিশ্বাস করে প্রতিটি সংখ্যা মানে একটি মানুষ, একটি গল্প, একটি সম্মানজনক জীবন।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বরিশালের গুরুত্বপূর্ণ দপ্তরের পদস্থ কর্মকর্তা, উন্নয়নকর্মী, শিক্ষক ও তরুণ প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসিকান্ত হাজং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল।এছাড়াও উপস্থিত ছিলেন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী – সিভিল সার্জন বরিশাল।মেহেবুব মোর্শেদ – উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
প্রিন্স বাহাউদ্দিন তালুকদার – উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর।
ডা. মো. মাহামুদ হাসান – সহকারী পরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।ডা. নাজমুল আহসান – সহকারী পরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সৈয়দ জলিল – সিনিয়র হেলথ এডুকেশন অফিসার, সিভিল সার্জন কার্যালয়। সিরাজুল ইসলাম, কো-অর্ডিনেটর, সেইন্ট বাংলাদেশ। সুভাষ চন্দ্র সরকার – প্রধান শিক্ষক, ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। পলিনুস গুডা – প্রধান শিক্ষক, অক্সফোর্ড মিশন হাই স্কুল। এম এম হাবিবুর রহমান ও জেসমিন খানম – সিনিয়র শিক্ষক, শহীদ আলতাফ স্মৃতি বালিকা বিদ্যালয়। ডা. নীলিমা দাস – ক্লিনিক ম্যানেজার , আরএইচস্টেপ।খাদিজা খানম – কাউন্সিলর, আর এইচ স্টেপ।
মিজানুর রহমান – অ্যাডমিন অফিসার, আরএইচ স্টেপ। সালমা খানম – প্রজেক্ট অফিসার, ইউ ওয়াই পি-আর এইচ স্টেপ।জয়হরি বিশ্বাস – ইউথ অফিসার, ইউ ওয়াই পি-আর এইচ স্টেপ।সৈকত চন্দ্র দে – মেন্টর ও আজাদের অনুষ্টানের সঞ্চালক। সৈয়দ সোয়েবুর রেজা চৌধুরি – মেন্টর, ইউওয়াইপি-আর এইচ স্টেপ।শুভদ্বীপ শ্রাবণ – মেন্টর, ইউ ওয়াই পি-আর এইচ স্টেপ।আবু বকর সিদ্দিক নবীন-ইয়ুথ অ্যাডবোকেট, ।বিথী আক্তার – ইয়ুথ অ্যাডবোকেট।
আইরিন আক্তার- ইয়ুথ অ্যাডবোকেট।
বৃষ্টি আক্তার – ইয়ুথ অ্যাডবোকেট।
এছাড়াও কমিউনিটি পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

সভা শেষে অংশগ্রহণকারীরা মনে করেন, আর এইচ স্টেপ ও ইউ ওয়াই পি-এর মতো উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। বক্তারা নারী স্বাস্থ্যসেবার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে খোলামেলা আলোচনার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

আর এইচ স্টেপ-এর পক্ষ থেকে বলা হয়
“আমরা শুধু সেবা দেই না। আমরা নারীর জীবনে সম্মান, সুরক্ষা ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করি।”

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button