শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

প্রতিবন্ধীর অভিযোগ মিথ্যা, ট্রাক্টরের কাগজপত্র যুবদল নেতার নামে—পাল্টা দাবি

প্রতিবন্ধীর অভিযোগ মিথ্যা, ট্রাক্টরের কাগজপত্র যুবদল নেতার নামে—পাল্টা দাবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শারীরিক প্রতিবন্ধীর ট্রাক্টর ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমার পাওনা ১৭ লাখ টাকা ও স্বরাজ ট্রাক্টর গাড়িটি আত্মসাৎ করার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করেন মজিবুর রহমান নজরুল।’

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বুলবুল। তিনি পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের বাসিন্দা।

যুবদল নেতা বুলবুল অভিযোগ করে বলেন, ‘নজরুল আর আমি অংশীদারি ব্যবসা করতাম। একসময় নজরুলের কাছ থেকে ১৭ লাখ টাকা পাওনা হয়। এ নিয়ে পাকুন্দিয়া বাজার বণিক সমিতিতে একাধিকবার দরবার হয়। এতে টাকা পরিশোধের আশ্বাস দেন নজরুল। কিন্তু দুই বছর হয়ে গেলেও তিনি আমার পাওনা টাকা পরিশোধ করেননি।’

যুবদল নেতা দাবি করেন, ‘গাড়ির সমস্ত কাগজপত্রও আমার নামে। ট্রাক্টরটি নজরুল তাঁর ইটখোলায় ব্যবহার করার জন্য ভাড়া নেন। ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়ায় আলোচনা সাপেক্ষে দুই বছর আগে গাড়িটি ফেরত নিয়ে আসি। কথা ছিল এক বছরের মধ্যে আমার পাওনা টাকা পরিশোধ করবে। কিন্তু আজও তিনি আমার টাকা পরিশোধ করেননি।’

মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার অভিযোগের বিষয়ে যুবদল নেতা বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। টাকা আত্মসাৎ করতেই এসব পরিকল্পনা করে নজরুল।’

বুলবুল বলেন, পাওনা ১৭ লাখ টাকা পরিশোধ না করলে নজরুলের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

এর আগে গতকাল বুধবার (২৩ জুলাই) একই স্থানে সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল অভিযোগ করেন, ট্রাক্টর ভাড়া নিয়ে আর ফেরত দিচ্ছেন না যুবদল নেতা বুলবুল।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button