শিরোনাম
দুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবারসিনেমা হল নোংরা করার অভিযোগ, যুক্তরাজ্যে মাঝপথে বন্ধ হল তেলুগু সিনেমাভোলায় ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধে ভাঙন, ঝুঁকিতে ২ হাজার পরিবারস্পেনের বিরল রেকর্ড নাকি ইংল্যান্ডের প্রতিশোধআজকের মুদ্রা বিনিময় হার১ বছরের ব্যবধানে বিএনপির দলীয় আয় বেড়েছে সাড়ে ১৪ কোটিএক ফিফটিতে পাকিস্তানি কিংবদন্তির রেকর্ড ভাঙলেন গিলদ্য গার্ডিয়ানের নিবন্ধ /দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে‘এদের শেকড় অনেক গভীরে’, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি প্রসঙ্গে উমামাশ্যাম্পু করার সঠিক নিয়ম মানলে চুলে দুর্গন্ধ হবে না

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসে সক্ষম ইসরায়েল: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসে সক্ষম ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই ইরানের ফোরদোসহ অন্যান্য সব পরমাণুকেন্দ্র ধ্বংসের সক্ষমতা আছে তাঁর দেশের। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলায় অংশ নেন বা না নেন, তার তোয়াক্কা না করেই ইসরায়েলের ক্ষমতা রয়েছে ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরানে নেতৃত্ব পরিবর্তন বা সরকারের পতন ইসরায়েলের হামলার উদ্দেশ্য নয়। তবে সেটি একটি সম্ভাব্য পরিণতি হতে পারে, অর্থাৎ, ইরানে সরকার পরিবর্তন হলে মন্দ হয় না।

ইসরায়েলের কান পাবলিক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘এই সরকারের পরিবর্তন বা পতনের বিষয়টি আগে সবকিছু ছাড়িয়ে ইরানি জনগণের ব্যাপার। এর কোনো বিকল্প নেই। আর এ কারণেই আমি এটি আমাদের লক্ষ্য হিসেবে উপস্থাপন করিনি। এটি একটি ফল হতে পারে, কিন্তু এটা আমাদের ঘোষিত বা আনুষ্ঠানিক কোনো লক্ষ্য নয়।’

নেতানিয়াহু বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলায় অংশ নেন বা না নেন, তার তোয়াক্কা না করেই ইসরায়েলের ক্ষমতা রয়েছে ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করার। নেতানিয়াহু এই কথা এমন এক সময়ে বললেন, যখন হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি এতে যুক্ত হবেন কি না।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘ফোরদো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট’ ধ্বংস করতে হলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা, বিশেষত বাংকার-বাস্টিং বোমার সাহায্য লাগতে পারে। কারণ এই কেন্দ্রটি কৌম শহরের কাছে একটি পাহাড়ের নিচে গভীরে অবস্থিত।

নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ফোরদো ধ্বংস করা সম্ভব কি না? জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমাদের টার্গেট, তাদের সব পারমাণবিক স্থাপনা—এবং সেগুলো ধ্বংস করার ক্ষমতা আমাদের আছে। তবে প্রেসিডেন্ট যুক্ত হবেন কি না, সেটি তার সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘তিনি (ডোনাল্ড ট্রাম্প) যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো মনে করবেন, তা-ই করবেন। আর আমি যা ইসরায়েলের জন্য ভালো মনে করব, সেটাই করব। আমি এটুকু বলতে পারি, এখন পর্যন্ত সবাই নিজ নিজ কাজ করে যাচ্ছে।’

অন্যদিকে গত বুধবার ট্রাম্প বলেন, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের পক্ষেই ফোরদো ধ্বংস বা নিষ্ক্রিয় করা সম্ভব। তবে তিনি যোগ করেন, ‘তাতে এটা বোঝায় না যে আমি সেটা করব—একেবারেই না।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button